এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৪ সেপ্টেম্বর : বৃহস্পতিবার আসামে সরকারি জমি জবরদখলমুক্ত করণ অভিযান চলাকালীন পুলিশ ও জবরদখল কারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে পুলিশকে গুলি চালাতে বাধ্য হতে হয় । পুলিশের গুলিতে দুই বাংলাদেশি মিঁয়া মুসলিম যুবকের মৃত্যু হয়। মৃত দুই বাংলাভাষী মুসলিম যুবক হল জুবাহির আলী ও হায়দার আলী । সংঘর্ষে আহত হয়েছেন একজন ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যসহ এক ডজনেরও বেশি মানুষ । ঘটনাটি ঘটেছে রাজধানী গুয়াহাটির উপকণ্ঠে সোনাপুর রাজস্ব বৃত্তের অন্তর্গত কচুতলি গ্রামে।এ ঘটনায় পুলিশের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা যখন সরকারি জমি দখলমুক্ত করছিলাম তখন গ্রামবাসী আপত্তি করেছিল। কিছুক্ষণ পর তাদের অনেকেই লাঠিসোঁটা ও পাথর নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়েছে ।
জানা গেছে,সোমবার থেকে বুধবার পর্যন্ত উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণ ছিল। কিন্তু বৃহস্পতিবার জবর দখলকারীরা লাঠিসোঁটা নিয়ে কর্মকর্তা ও পুলিশ কর্মীদের উপর হামলা চালায় । পুলিশ জানিয়েছে, আগে যেসমস্ত জমি খালি করা হয়েছিল সেগুলো ফের দখল করে নিয়েছে জবরদখলকারীরা ।
প্রসঙ্গত,আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা দিন দুয়েক আগে জানান সংরক্ষিত উপজাতি বেল্ট এবং ব্লক এলাকায় সরকারি জায়গায় জবরদখল করে বসবাসকারী বাংলাদেশি মিঁয়া মুসলিমদের উচ্ছেদ করা হবে । পরবর্তী উচ্ছেদ হবে সোনাপুরে । এরপর সোনাপুরের ১৩টি জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয় । উল্লেখ্য,এই সমস্ত বাংলাদেশি মিঁয়া মুসলিমদের জন্য আসামের আইনশৃঙ্খলা পরিস্থিতির চুড়ান্ত অবনতি ঘটেছে । বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিন্দু মেয়েদের অপহরণ ও গনধর্ষণের ঘটনায় জড়িত ছিল এই সমস্ত মিঁয়া মুসলিমরাই । এই কারনে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশী মিঁয়া মুসলমানদের জন্য কোন করুনা নেই ।।