এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ সেপ্টেম্বর : দলীয় নেত্রীর ছবি অশ্লীলভাবে সম্পাদনা করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বিজেপি নেতা । ধৃতের নাম অনুপম বৈরাগ্য । ভাতার থানার মাহাচান্দা গ্রামের বাসিন্দা অনুপম বিজেপির ভাতার বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন বলে জানা গেছে । এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় একজন দলীয় নেতা জড়িয়ে পড়ায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির । যদিও বিজেপির দাবি, মাস চারেক আগে অনুপমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । যদিও ধৃত অনুপমের দাবি তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
জানা গেছে, অভিযোগকারিনী বিজেপি নেত্রী ভাতারে রাজনৈতিক মহলে একটি সুপরিচিত নাম । যেকোনো দলীয় কর্মসূচিতে তাকে দেখা যায় । ধৃত অনুপম বৈরাগ্যের বাইকে চড়ে দলীয় কাজে তাকে ঘুরতেও দেখা গেছে বহুবার । অনুপমের বিরুদ্ধে অশ্লীলভাবে সম্পাদনা করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিনি প্রথম ভাতার থানায় দায়ের করেন গত জুলাই । এরপর আগষ্টের মাঝামাঝি সময়ে ফের তিনি অভিযোগ জানান । অভিযোগে ওই নেত্রী পুলিশকে জানিয়েছেন,কলকাতায় দলের মিটিংয়ে যাওয়ার সময় অনুপম তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তার বেশ কিছু ছবি নিজের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় অনুপম । তারপর সেই ছবি অশ্লীলভাবে সম্পাদনা করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ।
দলীয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে অনুপমের সঙ্গে বিবাদ চলছিল ওই বিজেপি নেত্রীর । তাদের মধ্যে ঝামেলা মেটাতে দলীয়ভাবে বেশ কয়েকবার বসাও হয়েছিল । কিন্তু সম্পর্কের উন্নতি হয়নি ৷ শেষ পর্যন্ত সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করে পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । যদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে বিজেপির বিধায়ক তথা রাজ্য কমিটির সম্পাদক লক্ষণ ঘরুই কোনো মন্তব্য করতে অস্বীকার করেন । এদিকে শাসকদল এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি । তৃণমূল কংগ্রেসের ভাতার ব্লক সভাপতি বাসুদেব যশের কথায়,’এটাই বিজেপির কালচার ।’।