প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ জুলাই : গৃহস্থের বাড়ি থেকে সোনার গয়না ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক ।ধৃতের নাম শাকিব খান ওরফে ইলিয়াস। উত্তর ২৪ পরগণার দত্তপুকুর থানার কদমগাছিতে তার বাড়ি। পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগণার দেগঙ্গা থানার পারপাটনা থেকে তাকে গ্রেপ্তার করে।সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ মঙ্গলবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে। লুট হওয়া গয়না ও টাকা উদ্ধারের জন্য তদন্তকারী অফিসার ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে এদিন আদালতে আবেদন জানান । সিজেএম ধৃতকে ৪ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর রাতের ঘটনা ।ওইদিন মেমারি থানার মণ্ডলগ্রামের কলাদিঘির পাড়ের বাসিন্দা কিঙ্কর ঘোষের বাড়িতে ৪ দুষ্কৃতি হানাদেয় ।দুস্কৃতিরা কিঙ্করবাবুর ঘরে ঢুকে পরিবারের লোকজনকে ভোজালি দেখিয়ে ভয় দেখায় দ। এরপর তারা বাড়ি থেকে কয়েক ভরি সোনার গয়না ও নগদ ৯৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পালানোর আগে পরিবারের লোকজনের কাছ থেকে দুটি মোবাইন ফোন কেড়ে নিয়ে বাড়ির লোকজনকে একটি ঘরে ঢুকিয়ে দুস্কৃতিরা বাইরে থেকে দরজায় শিকল তুলে দেয় । এই ঘটনার তদন্ত চালিয়ে পুলিশ মঙ্গলবার রাতে দুস্কৃতি দলের একজনকে গ্রেপ্তার করে ।।