এইদিন স্পোর্টস নিউজ,১৩ সেপ্টেম্বর : শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার পর থেকেই বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এদেশের হিন্দুরা । সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কটবাংলাদেশ ট্রেন্ড চলে কয়েকদিন ধরে । দাবি তোলা হয় বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন ভারত সফর বাতিলের । যদিও এই টেস্ট সিরিজ বাতিল করেনি বিসিসিআই । বরঞ্চ আসন্ন ভারত সফরে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের উপর ইসলামি জিহাদিদের ক্রমাগত আক্রমণের জন্য গত মাসে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। হিন্দু জাতীয়তাবাদী দল হিন্দু মহাসভা বাংলাদেশের সফরের বিরোধিতা করে। ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার খবর প্রকাশের প্রেক্ষাপটে তারা এমন প্রতিবাদ জানায়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের ফারুক বলেন, ‘আমি জয় শাহের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।’
হিন্দু মহাসভা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে সফরকারী দলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির হুমকি দিয়ে রেখেছে। সংগঠনের সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ আরও জানান যে তারা ৬ অক্টোবর গোয়ালিয়রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেরও বিরোধিতা করবে।।