এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ সেপ্টেম্বর : ধর্ষণ-হত্যার ক্ষেত্রে আসামীদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলে বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার । কিন্তু আগে থেকেই এই মামলায় কেন্দ্রের একটা আইন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের আনা এই বিলের প্রাসঙ্গিকতা নিয়ে নিয়ে প্রশ্ন উঠছে । যাই হোক, বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিকে আইন বিশেষজ্ঞরা মনে করছেন এই বিল রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম । তারা মমতা ব্যানার্জির আনা অপরাজিতা বিলের বিধানগুলিকে বেআইনি এবং অবাস্তব বলে সমালোনা করছেন বলে খবর ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অপরাজিতা বিলের মূল প্রস্তাব হল যৌন নিপীড়নের সময় ভিকটিম মারা গেলে বা কোমায় পড়লে মৃত্যুদণ্ড। আর এই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলছেন আইন বিশেষজ্ঞরা। তাদের যুক্তি,২১ দিনের মধ্যে মামলা তদন্ত সম্পূর্ণ করার প্রয়োজনীয়তা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৩০ দিনের মধ্যে বিচার শেষ করার প্রস্তাব মামলা পরিচালনায় প্রভাব ফেলবে । সাক্ষীদের পরীক্ষা এবং সাক্ষ্য পরীক্ষার মতো পর্যায়গুলি এই সময়ের মধ্যে সম্পন্ন নাও হতে পারে। সাজা হলেও উচ্চ আদালতে তা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। এটি অনুমান করা হচ্ছে যে বিলটি তার বর্তমান আকারে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার সম্ভাবনা কম।।