এইদিন স্পোর্টস নিউজ,১২ সেপ্টেম্বর : তরুণ স্ট্রাইকার রাজ কুমার পলের একটি হ্যাটট্রিক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে বুধবার হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে মালয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে সাহায্য করেছে। এই টুর্নামেন্টে ভারতের এনিয়ে টানা তৃতীয় জয়।।ভারতের হয়ে গোল করেন রাজ কুমার (৩য়, ২৫তম ও ৩৩তম মিনিট), অরিজিৎ সিং হুন্দাল (৬ষ্ঠ, ৩৯তম মিনিট), জুগরাজ সিং (৭ম মিনিট), অধিনায়ক হারমনপ্রীত সিং (২২তম মিনিট) এবং উত্তম সিং (৪০তম মিনিট)। মালয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আখিমুল্লা আনোয়ার (৩৪তম মিনিট)। তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে ভারত।
বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী ভারত মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। এরপর শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে তারা। এই দুই দলের মধ্যে শেষ ম্যাচটি ছিল ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেখানে বিরতিতে ভারত ১-৩ পিছিয়ে থেকে শক্তিশালী প্রত্যাবর্তন করে এবং ৪-৩ গোলে শিরোপা জিতে নেয়।প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাড়ায় পাকিস্তান ।।