এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ জুলাই : ভোটের ফল ঘোষণার পর রাজনৈতিক হিংসার বলি হন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের শ্রীপুর গ্রামের বিজেপি কর্মী বলরাম মাজি (২২) । মঙ্গলবার নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে শ্রীপুর গ্রামে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল । কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কমিশনের দুই সদস্য বিমলজিৎ উপ্পল ও আইআর কুরিলসকে নিহতের বাড়িতে আনা হয় । নিহতের পরিবারের পাশাপাশি রাজনৈতিক হিংসার শিকার গ্রামের কিছু মানুষের সঙ্গেও তাঁদের কথা বলতে দেখা যায় ।
শ্রীপুর গ্রামে বিজেপি-তৃণমূলের মধ্যে অশান্তির ঘটনাটি ঘটে গত ৪ মে । অভিযোগ,ওইদিন তৃণমূলের বেশ কিছু লোকজন বলরাম মাঝির বাড়িতে চড়াও হয় । তাঁকে তুলে শ্রীপুর দিঘির পাড়ে নিয়ে যায় । তারপর বলরাম মাঝিকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে খুন করে তৃণমূলের লোকজন । এমনকি পরিবারের সদস্যরা ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা বাধ দেয় বলে অভিযোগ । শেষে পুলিশ এলে বলরাম মাঝিকে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হয় । সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।
এই ঘটনায় কেতুগ্ৰাম-১ পঞ্চায়েত সমিতির সদস্য তৃনমুল নেতা সাহিদুল আলম মোল্লাসহ সাহানুর আলম মোল্লা, মেহেরজান শেখ, সাজাহান শেখ ও কামালুদ্দিন শেখের বিরুদ্ধে দিকে অভিযোগের আঙুল ওঠে । নিহতের মা ওই ৫ তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে কেতুগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন । গ্রেফতার হয় অন্যতম প্রধান অভিযুক্ত সাহানুর আলম মোল্লা ।
এদিন ওই বিজেপি কর্মীর বাড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এলে নিহত বিজেপি কর্মীর বাবা মৃত্যুঞ্জয় মাঝি ওই দিনের ঘটনা সবিস্তারে বর্ণনা করেন বলে জানা গেছে । যদিও এই বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি কমিশনের সদস্যরা ।
প্রসঙ্গত,ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে খোঁজখবর নিতে বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল । সোমবার বিমলজিত উপ্পল ও আই আর কুরিলসের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিদলটি পূর্ব বর্ধমান জেলায় আসে । ওইদিন তাঁরা প্রথমে বর্ধমান সার্কিট হাউসে পৌঁছান । সেখানে এক প্রস্থ বৈঠক সেরে বিকালের দিকে সোজা পৌছে যান জেলার জামালপুর থানার নবগ্রামে । পরে সন্ধ্যায় তাঁরা রায়নার উদ্দেশ্যে রওনা দেন । এদিন সকালে আসেন কাটোয়া মহকুমা এলাকার কেতুগ্রাম থানার শ্রীপুর গ্রামে ।।