এইদিন স্পোর্টস নিউজ,১১ সেপ্টেম্বর : সাম্প্রতিক সময়ের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে কলম্বিয়ার মাঠে ২-১ গোলে হেরে গেছে কোপা-বিশ্ব-কোপা চ্যাম্পিয়নরা। ল্যাটিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এটাই আর্জেন্টাইনদের দ্বিতীয় হার। গত জুলাইয়ে এই দলটাকে কাঁদিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আকাশি-নীল জার্সিধারীরা।
আর্জেন্টিনার কয়েক ঘণ্টা পর হেরেছে তাদের চির প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী ব্রাজিল। আজ বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে গিয়ে ১-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ও সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হারল সেলেকাওরা। এভাবে চলতে থাকলে বিশ্বমঞ্চের বাছাইপর্ব থেকে প্রথমবারের মতো বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা হবে তাদের।
কলম্বিয়ার মাঠে ২৫ মিনিটে ধাক্কা খায় আর্জেন্টিনা। গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ইয়ের্সন মসকেরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সমতায় ফেরান নিকোলাস গঞ্জালেস। কিন্তু বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কলম্বিয়ান অধিনায়ক হ্যামেস রদ্রিগেজ। এই গোলেই হেরে যায় আর্জেন্টিনা।
কয়েক ঘণ্টা পর হেরে বসল ল্যাটিন আমেরিকা আরেক জায়ান্ট ব্রাজিলও। কুড়ি মিনিটে গোল করে প্যারাগুয়েকে উচ্ছ্বাসে ভাসান ডিয়েগো গোমেজ। গোলটির আর শোধ দিতে পারেনি সেলেকারও। ব্রাজিলের বিপক্ষে দীর্ঘ ১৬ বছর পর জয়ের স্বাদ পেল প্যারাগুয়ে। দুই জায়ান্টের হারে আরও জমে উঠল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের টিকিটের লড়াই।
আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমেছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট থাকলেও গোলগড়ে পিছিয়ে ভেনেজুয়েলা ছয়ে আছে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তাদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকল কলম্বিয়া। তিনে থাকা উরুগুয়ের সংগ্রহ ১৫ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডর। সমান নয় পয়েন্ট নিয়ে টেবিলের সাত ও আটে আছে যথাক্রমে প্যারাগুয়ে ও বলিভিয়া।।