এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১১ সেপ্টেম্বর : গোষ্ঠীর জঙ্গিদের ক্রিকেট না খেলার ফতোয়া জারি করলেন তালিবান নেতা হেবাতুল্লা আখুন্দজাদেহ । হেবাতুল্লা আখুন্দজাদেহ কুন্দুজ প্রদেশে তার ভ্রমণের সময় সমস্ত তালিবান যোদ্ধাদের মধ্যে ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন। কুন্দুজের একজন তালিবান সামরিক কর্মকর্তা ঘোষণা করেছেন যে হেবাতুল্লা আখুন্দজাদেহ ২১৭ বছরের সামরিক ক্যাম্পে ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন । তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি ক্রিকেট খেলাকে “ঘৃণা করেন” এবং সমস্ত প্রদেশে এই গোষ্ঠীর যোদ্ধাদের জন্য এই খেলাটিকে নিষিদ্ধ করার ঘোষণা করছেন ৷ এখন আফগানিস্তানের ক্রিকেট দলের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে ।
এই তালিবান সামরিক কর্মকর্তা উল্লেখ করেছেন যে যোদ্ধারা ক্রিকেটের পরিবর্তে ফুটবল এবং ভলিবল খেলতে পারে। তার মতে, তালেবান যোদ্ধাদের আর ক্রিকেট খেলার অধিকার থাকবে না। হেবাতুল্লাহ আখুন্দজাদেহ আফগানিস্তানের উত্তর ও উত্তর -পূর্বাঞ্চলীয় প্রদেশে তার সফরের সময় কুন্দুজও পরিদর্শন করেন। তিনি এখন হেরাত প্রদেশে থাকেন ।।