এইদিন ওয়েবডেস্ক,১০ সেপ্টেম্বর : গাজায় ফের মারাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) । গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অর্ধশতাধিক । সন্ত্রাসী গোষ্ঠী হামাস পরিচালিত ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজার দক্ষিণে খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় মঙ্গলবার ভোরে অন্তত ২০টি তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাঁবুগুলোতে আশ্রয় নিয়েছিল গাজার বিভিন্ন অঞ্চল থেকে প্রাণ নিয়ে পালানো উদ্বাস্তুরা ।
ইসরায়েলি সামরিক বাহিনী খান ইউনিস ও রাফাহ শহরে স্থল আক্রমণের সময় উপকূলীয় অঞ্চল আল-মাওয়াসিকে ‘ মানবিক নিরাপদ এলাকা’ ঘোষণা করেছিল।আর নিরাপদ ভেবে আশ্রয় নেওয়া লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির চাপে আল-মাওয়াসি এলাকা উপচে পড়ছে। সেই উদ্বাস্তুদের তাঁবুতেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
সিভিল ডিফেন্স জানায়, হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ জনের বেশি। হতাহতদের মধ্যে নারী ও শিশুই বেশি। ধ্বংসস্তুপের নিচেও চাপা পড়েছেন অনেকে। সিভিল ডিফেন্সের কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, বিস্ফোরণে তাঁবুগুলোতে আগুন লেগে আকাশ পর্যন্ত অগ্নিশিখা দেখা যায়। তাছাড়া বোমার আঘাতে অন্তত তিনটি গর্ত সৃষ্টি হয়েছে, যা ২০-৩০ ফুট গভীর। খালিদ বলেন, ঘটনাস্থলে প্রাথমিক মূল্যায়নে যা বুঝা যাচ্ছে, সেটি হচ্ছে, এই হামলা ইসরায়েলের উন্মত্ত যুদ্ধের সবচেয়ে নৃশংসতম গণহত্যার একটি।
এদিকে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ বলছে, সেনাবাহিনী উল্লেখযোগ্য সংখ্যক হামাস সন্ত্রাসীকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, যারা খান ইউনিসের মানবিক করিডোর অঞ্চলে ঢুকে একটি কমান্ড পরিচালনা করছিল। সাধারণ মানুষদের মানব ঢাল হিসাবে ব্যবহার করে শরণার্থী শিবিরে হামাসের সন্ত্রাসীরা আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের । গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৯৫ হাজার।।