এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল রাজ্য । প্রায় একমাস ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা । আজ শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কর্মবিরতি শেষ করে মঙ্গলবার বিকেল ৫ টায় কাজে ফিরতে হবে । কিন্তু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা সাফ জানিয়ে দিয়েছে যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ও আন্দোলনে তারা পাশে থাকবে । এদিকে এরই মাঝে আজ মঙ্গলবার নবান্নে রাজ্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে দুর্গাপূজা উদ্যোক্তাদের ‘পুজোয় ফিরে আসার’ আহ্বান জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে । বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন,’মাননীয়া,আপনি কি জনগণ কে হাতের পুতুল পেয়েছেন?’
নবান্নে মমতা ব্যানার্জি বলেছেন,’এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন ।’ মুখ্যমন্ত্রীর এই আহ্বানের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী টুইট করেছেন, ‘মাননীয়া, আপনি কি জনগণ কে হাতের পুতুল পেয়েছেন?আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উৎসবে মেতে উঠতে বললে মেতে উঠবে, আন্দোলন বন্ধ করতে বললে বন্ধ করে দেবে।
এখনও তো দেবী পক্ষের সূচনা হয়নি, অসুরের বিনাশ বাকি রয়েছে। একটু ধৈর্য ধরুন, মাতৃশক্তি জাগ্রত হয়েছে, পশ্চিমবঙ্গ কে স্বচ্ছ করেই ছাড়বেন…।’
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের প্রতিক্রিয়া, ‘দেবী দুর্গা এবার অসুর বধ করবেন। উৎসব হলেও প্রতিবাদ চলবে। বাংলার জনগণের প্রতিবাদী কণ্ঠে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ বন্ধ করার এবং উৎসবে ফিরে আসার জন্য তার আবেদন থেকে স্পষ্ট,তিনি তার ভেঙে পড়া শাসন ব্যবস্থাকে বাঁচানোর একটি মরিয়া প্রচেষ্টা করছেন।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনি যতই আমাদের চুপ করার চেষ্টা করুন না কেন, বাংলা ন্যায়ের জন্য বাংলার সাধারণ জনগন তারা তাদের লড়াই থামাবে না।আপনার ব্যর্থতার দায় আপনাকেই নিতে হবে।ব্যর্থ মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি।”অভয়ার” বিচারের দাবিতে আন্দোলন চলছে ও চলবে।’।