এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের তোলপাড়ের মাঝেই অবিরামভাবে নারীদের নির্যাতনের ঘটনা ঘটে চলেছে এরাজ্যে । শুক্রবার কাটোয়ায় সাড়ে চার বছরের এক শিশু কন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগে ৩৭ বছরের এক বিবাহিত ব্যক্তিকে গ্রেফতার করা করেছে পুলিশ । এবারে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় প্রতিবন্ধী তরুনীকে(২১) একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ভ্যান চালকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে ভাতার থানার কুলনগরের হাজরা মোড়ে । পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাদসা সেখ । পেশায় ভ্যান চালক ওই ব্যক্তির বাড়ি ভাতার থানার বাণেশ্বরপুর গ্রামে ।
আজ সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের অফিসে সাংবাদিক বৈঠক করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী অভিযুক্তকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন,আজ ভাতার থানা থেকে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের বিষয়ে খবর আসে । খবর পাওয়ার পর ভাতার থানার ওসি সহ আমরা সকলে তদন্তে নেমে যায় । তদন্তে নেমে আমরা জানতে পারি যে আজ সকাল ৭-৮ টা নাগাদ ওই মেয়েটি কুল নগরের হাজরা পাড়া মোড় এর কাছে চাল বিক্রি করতে গিয়েছিল । তরুণী যখন চার বিক্রি করে বাড়ি ফিরছিল সেই সময় বাদশা শেখ বলে একজন ভ্যান চালক কথা বলে তাকে আটকায় । সে মেয়েটিকে কোনো রকমে বুঝিয়ে রাস্তার পাশে একটা পরিতক্ত বাড়িতে নিয়ে যায় । তারপর সে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করে । কিছু সময় পর যখন মেয়েটি চিৎকার করতে সক্ষম হয় তখন তার চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যায় । লোকজন দেখে বাদশা শেখ সেখান থেকে পালিয়ে যায় ।’
তিনি বলেছেন, আমরা অভিযুক্তর সন্ধানে সমস্ত সোর্সকে কাজে লাগাই । পুলিশ তার সন্ধানে তল্লাশি অভিযানে নেমে পড়ে । অবশেষে ঘটনার আধ ঘন্টার মধ্যে কুলনগরের মাঠ থেকে আসামিকে ধরতে সক্ষম হই । আসামিকে প্রথমে আমরা আটক করি । জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা কবুল করলে তাকে গ্রেফতার করা হয় ।’ তিনি জানিয়েছেন সোমবার ধৃতকে বর্ধমান আদালতে তুলে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে । তিনি আরো জানিয়েছেন, পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে চার্জশিট পেশ করবে এবং আসামি যাতে কঠোর শাস্তি পায় তার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে । অভিযুক্তের বিরুদ্ধে আগে কোন অভিযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ৷।