প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ জুলাই : অসুস্থ মায়ের চিকিৎসা করানোর জন্যে বাড়ি যাওয়ার পথে চাকা বাস্ট করে গাড়ি উল্টে যাওয়ায় আহত হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি।সোমবার বিকালে পূর্ব বর্ধমানের মেমারি- সাতগেছিয়া রোডে মেমারি থানার কামালপুর ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে । মন্ত্রীর গাড়ির সামনের চাকা আচমকা বাস্ট করার পর চালক নিয়ন্ত্রণ হারায় । এরপর উল্টোদিক থেকে আসা একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মন্ত্রীর গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় ।তাতে মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় । তবে গাড়ির গতী কম থাকায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অল্পবিস্তর আহত হলেও রক্ষা পেয়ে যান ।খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মন্ত্রীকে উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন ।আহত মন্ত্রীকে রাতে পৌছে দেওয়া হয় কাটোয়ার কবজগ্রামের বাড়িতে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে, নিজের গাড়িতে চড়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির এদিন বিকাল ৪ টের পর মেমারি- সাতগেছিয়া রোড ধরে কাটোয়া অভিমুখে যাচ্ছিলেন । পথে কামালপুর ব্রিজের কাছে আচমকা মন্ত্রীর গাড়ির সামনের ডানদিকের চাকা ফেটে যায় । ওই সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ডানদিকে ঘুরে যাওয়া মেমারি মুখি একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মন্ত্রীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।তাতে মন্ত্রী ও তাঁর গাড়ির চালক এবং বোলের গাড়ির চালক আহত হন । বোলেরো গাড়ির চালককে মেমারির পাহাড়হাটি স্বাস্থকেন্দ্রে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় ।
সিদ্দিকুল্লাহ চৌধুরি জানিয়েছেন ,“ তাঁর মায়ের শরীর খারাপ।মায়ের চিকিৎসা করানোর জন্যে তিনি তাঁর কাটোয়ার বাড়িতে যাচ্ছিলেন চলন্ত অবস্থায় গাড়ির সামনের চাকা বাস্ট করে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে যায় ।বড়সড় কোন আঘাত লাগেনি ।হাতে চোট লেগেছে ।’।