এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় জবরদখল উচ্ছেদ অভিযান চালালো রেলদপ্তর । রেলকর্মী আবাসনের কাছাকাছি মধ্যপল্লিতে ১৮ টি ঝুপড়িঘর আজ শুক্রবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে । প্রসঙ্গত,কাটোয়া রেলস্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় রেলের জায়গা জবরদখল করে বসতি ও দোকানপাট গড়ে উঠেছিল । রেল বিভাগ থেকে নোটিশ দিয়ে জায়গা খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয় । দফায় দফায় চলে উচ্ছেদ অভিযান ৷ এর আগে জবরদখল উচ্ছেদ করতে গিয়ে রেলদপ্তরকে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের বাধার মুখে পড়তে হয়েছিল । উচ্ছেদ হওয়া লোকজনদের তারা পুনর্বাসনের দাবি তোলে । যদিও আজকের উচ্ছেদ অভিযানে কোনো বাধার মুখে পড়তে হয়নি রেলকে ।
কাটোয়া আরপিএফ ওসি আশুতোষ ব্যানার্জি জানান, পরিবারগুলিকে সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল । কিন্তু তারা খালি করেনি । তাই আজ রেলস্টেশন সংলগ্ন রেলকর্মীদের যে আবাসনের কাছে জবরদখল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ।।