প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ জুলাই : বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল আপ হাওড়া- রাধিকাপুর ০৩০৫৩ স্পেশাল এক্সপ্রেস ট্রেন ।সোমবার সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ ট্রেনটি আপ লাইন ধরে বর্ধমান স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে প্রথম বগিটি লাইনচ্যুত হয় । ওই বগিটি গার্ড ও লাগেজের জন্য সংরক্ষিত ছিল ।বর্ধমান স্টেশনে ঢোকার মুখে যেহেতু ট্রেনটির গতী কম ছিল তাই বগি লাইনচ্যুত হলেও বড়সড় কোন বিপত্তি ঘটেনি বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন ।
বর্ধমান স্টেশন ম্যানেজার সঞ্জয় অধিকারী
জানিয়েছেন,ট্রেনটির গতি কম থাকায় বড় কোনও বিপত্তি ঘটেনি । ঘটনার পরেই রেলের কর্মীরা বগিটি লাইন থেকে তোলার কাজ শুরু করে দেন । বেলা ১১ টা ৪০ মিনিটের মধ্যে বগিটি লাইন থেকে তোলার কাজ সম্পূর্ণ করা হয় । তার পর ট্রেনটি ফের গন্তব্যে রওনা দেয় । এই সময়টুকুতে ডাউন কর্ড লাইন ও ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় ।
বাকি সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে স্টেশন ম্যানেজার জানিয়েছেন ।।