এইদিন ওয়েবডেস্ক,গদচিরোলি(মহারাষ্ট্র),০৬ সেপ্টেম্বর : হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে দুই শিশুসন্তানের লাশ কাঁধে করে ১৫ কিমি হেঁটে বাড়ি নিয়ে গেলেন এক হতভাগ্য দম্পতি । বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে । প্রচণ্ড জ্বর নিয়ে সন্তানদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু তাদের দুই শিশুসন্তান হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছে বলেও অভিযোগ উঠছে । এরপরেও হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিকতার শিকার হতে হয় তাদের । দুই সন্তানের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ । শেষে নিরুপায় হয়ে সন্তানদের দেহ দুটি কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে গাদচিরোলির হাসপাতাল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আহেরী তালুকের পট্টিগাঁওয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা ।
মহারাষ্ট্র বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজয় ভাদেত্তিওয়ার ঘটনার ভিডিও এক্স-এ শেয়ার করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি লিখেছেন,’গাদচিরোলি জেলার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ বাস্তবতা আজ আবার সামনে এসেছে ।’ ভিডিওতে দেখা যাচ্ছে, এক শোকার্ত দম্পতি তাদের সন্তানদের মৃতদেহ কাঁধে নিয়ে একটি কর্দমাক্ত বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন । দুজনের কাঁধে রয়েছে একটি করে শিশুর মৃতদেহ ।’ ভাদেত্তিওয়ার লিখেছেন,’দুই ভাইবোন জ্বরে ভুগছিল । হাসপাতালে সময়মতো চিকিৎসা পায়নি। তাদের অবস্থার অবনতি হয় এবং অল্প সময় পরেই তারা মারা যায় ।’ তিনি আরও লিখেছেন, ‘এমনকি কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি তাদের । দুই শিশুর মৃতদেহ তাদের গ্রাম পট্টিগাঁওয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাবা-মাকে সন্তানদের দেহ কাঁধে করে বৃষ্টিতে ভেজা কর্দমাক্ত রাস্তায় ১৫ কিলোমিটার হেঁটে যেতে হয়েছিল । গদচিরোলিতে স্বাস্থ্য ব্যবস্থার কঠোর বাস্তবতা আজ আবার সামনে এসেছে ।’।