এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ সেপ্টেম্বর : একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কে সিএসপি (কাষ্টমার সার্ভিস পয়েন্ট) মালিকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কাটোয়ার গিধগ্রামে ৷ সিএসপির মধ্যেই বুধবার বিকেলে সৌমেন্দ্রনাথ কুণ্ডু (৪২) নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ সিএসপি সেন্টারের কম্পিউটারের পাশে একটি কাগজে লেখা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । তাতে সৌমেন্দ্রনাথ চারজনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য তাদের দায়ী করে গিয়েছেন বলে জানিয়েছেন মৃতের স্ত্রী রিমা সামন্ত (কুণ্ডু) ।
জানা গেছে,কাটোয়ার গিধগ্রামের শিবতলায় বাড়ি সৌমেন্দ্রনাথ কুণ্ডুর । বাড়িতে রয়েছেন স্ত্রী ও এক পুত্র। বাড়ি থেকে কিছুটা দুরেই তাঁর সিএসপি কাউন্টার রয়েছে ৷ অনান্য দিনের মত বুধবার সকালেও যথারীতি তিনি সিএসপি কাউন্টারে গিয়েছিলেন । কিন্তু দুপুরের খাবার খেতে বাড়ি না আসায় রিমাদেবী সেখানে যান । তখন তিনি তার স্বামীকে সেখানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন । তার চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে আসে । পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ।
মৃতের স্ত্রী রিমাদেবীর অভিযোগ,কয়েকদিন আগে গ্রামের এক ব্যক্তির সঙ্গে ৩০ হাজার টাকা নিয়ে সমস্যা হয়েছিল আমার স্বামীর । যদিও সেই টাকা আমার স্বামী মিটিয়েও দিয়েছিলেন । কিন্তু সম্প্রতি ৪ জন লোক আমার স্বামীর কাছে ১০ লক্ষ টাকা দাবি করে । টাকা না দিলে স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা । এনিয়ে আমার স্বামী প্রচন্ড মানসিক চাপে ছিলেন ।’ সেই চাপ সহ্য না করতে পেরেই তার স্বামী আত্মঘাতী হয়েছেন বলে দাবি তার । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । আজ বৃহস্পতিবার মৃতদেহটি কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয় ।।