এইদিন ওয়েবডেস্ক,তেলেঙ্গানা,০৫ সেপ্টেম্বর : এক আদিবাদী মহিলাকে ধর্ষণের পর হত্যার চেষ্টার ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় (Telangana)। ঘটনাটি ঘটেছে গত ৩১শে আগস্ট, তেলেঙ্গানার আসিফবাদ (Asifabad) জেলার জয়নুর (Jainoor) শহরের কোমারাম ভীম(Komaram Bheem) এলাকায় । স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ ধর্ষণের মামলাটিকে দুর্ঘটনায় পরিণত করার চেষ্টা করে বলে অভিযোগ । এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠে আদিবাসী সম্প্রদায়ের লোকজন । হাজার দুয়েক জনতা জড়ো হয়ে ন্যায়বিচার করতে আইন নিজেদের হাতে তুলে নেন এবং অভিযুক্ত পেশায় অটো চালক শেখ মখদুমের (Sheikh Makhdoom)মালিকানাধীন দোকান এবং বাড়ির পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,তেলেঙ্গানায় গত কয়েক মাস ধরে আদিবাসী মহিলাদের ধারাবাহিক যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু মূলধারার মিডিয়ায় ঘটনাগুলিকে প্রকাশ করে না বলে প্রকাশ্যে আসে না ।
৩১ আগস্টের ঘটনাটিয় অপরাধী যেহেতু মুসলিম সম্প্রদায়ের এবং রেভান্থ সরকারের রাজনৈতিক সমর্থন রয়েছে, তাই ধর্ষণের মামলাটিকে দুর্ঘটনায় পরিণত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। ঘটনার বিবরণে জানা গেছে,ঘটনার দিন ওই আদিবাসী মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে শেখ মখদুম । নির্যাততা থানায় গিয়ে মামলা করবে এই ভয়ে, সে তাকে মুখ থেঁতলে হত্যা করার চেষ্টা করে । যদিও মহিলা রক্তাক্ত অবস্থায় সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসতে সক্ষম হন । এদিকে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । এই ঘটনায় তেলেঙ্গানার পুলিশ ও কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ।।