এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ জুলাই : গ্রাম ঢোকার মুখে একটি পুকুরের পাড়ে বসে কয়েকজন বোমা বাঁধছিল । বোমা বাঁধা হলে পরীক্ষা করার জন্য তারা একটি বোমা ফাটিয়ে দেখে । আর ওই পরীক্ষা করাই কাল হল তাদের । কারন সেই সময় সড়কপথে টহল দিচ্ছিল পুলিশবাহিনী । বিস্ফোরণের শব্দ পুলিশের কানে যায় । শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন পুলিশের হাতে ধরা পড়ে যায় । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাতার থানার মাহাতা গ্রামে । পুলিশ জানিয়েছে ধৃতের নাম জগন্নাথ ঘোষ । মাহাতা গ্রামেই তার বাড়ি । সোমবার ধৃতকে বর্ধমান আদালতে তুলে ৭ জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,বলগোনা-গুসকরা সড়ক পথের কিছুটা পাশে মাহাতা গ্রাম ঢোকার মুখেই রয়েছে একটি পুকুর । রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ সড়ক পথ ধরে টহলদারির সময় ওই পুকুর পাড় থেকে বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় পুলিশ । সঙ্গে সঙ্গে টহলদারি ভানটি নিয়ে পুলিশ বিস্ফোরণের উৎসস্থলের দিকে এগুতে থাকে । কিন্তু গাড়িটি ওই পুকুরের কাছাকাছি আসতেই ৩ জনকে ছুটে পালাতে দেখে পুলিশ । পুলিশ তাদের পিছু ধাওয়া করে । শেষে জগন্নাথ ঘোষ নামে ওই ব্যক্তি ধরা পড়ে যায় ।
ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতের কাছে কিছু বোমার মশলা ও সুতলি দড়ি উদ্ধার করা হয়েছে । বাকিদের সন্ধান চলছে । কি উদ্দেশ্যে তারা বোমা বাঁধছিল তা জানার জন্য ধৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন ।।