এইদিন ওয়েবডেস্ক,সৌদি আরব,০৪ সেপ্টেম্বর : সৌদি আরব পাকিস্তানি তীর্থযাত্রীদের সংখ্যা কমিয়েছে এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যেন তারা তীর্থযাত্রীদের ছদ্মবেশে ভিক্ষুক ও চোর না পাঠায়। সৌদির অভিযোগ,পাকিস্তানিরা উমরাহ ভিসায় এসে পকেটমারি আর চুরি করে । রিপোর্ট অনুযায়ী,সৌদিতে ভিক্ষুকের ছদ্মবেশে যাওয়া পকেটমারি ও চুরির অভিযোগে জেলবন্দিদের ৯০ শতাংশ হল পাকিস্তানি । বর্তমানে সৌদি কারাগারগুলিতে পাকিস্তানি আসামিতে কার্যত পরিপূর্ণ । সৌদির সন্দেহ যে পাকিস্তান সরকার ইচ্ছাকৃতভাবে ভিক্ষুকদের দলকে উমরাহ ভিসায় পাঠিয়ে দিয়ে বিপুল অঙ্কের বৈদেশিক মূদ্রা উপার্জনের পরিকল্পনা করেছে ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,ভিক্ষাবৃত্তি থেকে ফিবছর ৪২ বিলিয়ন ডলার উপার্জন করে পাকিস্তান । প্রায় ৪ কোটি পাকিস্তানি ভিক্ষুক প্রতি বছর উমরাহ ভিসায় সৌদিতে যায় । এমনকি ভিক্ষুকের ছদ্মবেশে পাকিস্তানি নেতারাও সৌদি যায় বলে দাবি করা হয়েছে । এই পরিস্থিতির কারনে পাকিস্থানিদের কম ভিসা দিতে শুরু করে সৌদি আরব । সেই সংখ্যা বাড়ানোর জন্য সম্প্রতি সৌদির কাছে অনুরোধ করে পাকিস্তান । কিন্তু সৌদি আরব পাকিস্তানের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে । শুধু তাইই নয়,পাকিস্তানিদের উমরাহ ভিসায় আরও কাটছাঁট করেছে দেশটি । এমনকি সৌদি সরকার পাকিস্তানি এইচজিওর সংখ্যা ৯০৫ থেকে কমিয়ে মাত্র ৪৬ করে দিয়েছে ।।