এইদিন ওয়েবডেস্ক,০৪ আগস্ট : লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং তার মা তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী সম্পর্কে মিথ্যা খবর এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বাংলাদেশি নিউজ পোর্টাল ‘ব্লিটেজ’-এর সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী এবং ভারতীয় নিউজ পোর্টাল ‘দ্য জয়পুর ডায়লগস’-এর সাথে যুক্ত অদিতির বিরুদ্ধে কংগ্রেসের আইনি দলের সদস্য শ্রীনিবাস জি দিন দুয়েক আগে কর্ণাটকের বেঙ্গালুরুর হাউগ্রাউন্ডস থানায় একটা এফআইআর দায়ের করেন । আর এই মামলা দায়েরের পর আরও আক্রমনাত্মক হয়ে উঠেছেন বাংলাদেশি সাংবাদিক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী৷ একের পর এক বিস্ফোরক টুইট করে যাচ্ছেন তিনি । ভারতের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের রাজনৈতিক কেলেঙ্কারি, ক্লেপ্টোক্রেসি এবং হাই-প্রোফাইল দুর্নীতির তদন্তের’ জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইতিমধ্যেই আহ্বান জানিয়েন । ফের একটা বিস্ফোরক টুইট করেছেন সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী ।
আজ বুধবার ওই টুইটে তিনি লিখেছেন,’দুর্নীতি, স্বজনপ্রীতি, লোভ, অপরাধ এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র তাদের ডিএনএর মধ্যেই রয়েছে। কারণ, আন্তোনিয়া আলবিনা মাইনো এবং রাউল ভিঞ্চি ভারতের প্রায় “ইস্ট ইন্ডিয়া কোম্পানি”, বিদেশী ভাড়াটে হিসেবে কাজ করছে। এমনকি তাদের নিজেদের লোকেরাও বিচার বিভাগে পদ দিতে দ্বিধা করে না বাজে কাজের বিনিময়ে । অর্থাৎ তারা বিচার বিভাগকে নোংরা করেছে।’ টুইটের সাথে এই সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছেন তিনি ।
এরপর সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী লিখেছেন, ‘এমনকি সম্প্রতি মাইনো-ভিঞ্চি কার্টেলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে (এটি আসলে তাদের জন্য সবচেয়ে উপযুক্ত পরিভাষা)। সর্বোপরি, মাইনো-ভিঞ্চি কার্টেলের সবচেয়ে উদ্বেগজনক ক্রিয়াকলাপ হল তাদের ভারতকে বিচ্ছিন্ন করার চলমান ষড়যন্ত্র, যা জর্জ সোরোস দ্বারা অর্থায়ন করা হয় । আমার নিজস্ব সূত্র অনুসারে, মাইনো-ভিঞ্চি কার্টেল হুক বা ক্রুক দ্বারা ক্ষমতা থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপির পতন ঘটাতে মরিয়া হয়ে উঠেছে। তারা আমেরিকান ডিপ-স্টেটের ইচ্ছা অনুযায়ী সবকিছু করতে ইচ্ছুক।’
এর আগে তিনি ভারতের ওই বিশিষ্ট পরিবারের রাজনৈতিক কেলেঙ্কারি, ক্লেপ্টোক্রেসি এবং হাই-প্রোফাইল দুর্নীতির তদন্তের জন্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিআরপি), ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)কে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি লিখেছেন, ‘ভারতের এই অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের গোপন অফশোর অ্যাকাউন্ট রয়েছে এবং তারা উচ্চ-স্তরের ঘুষ, মানি লন্ডারিং এবং অন্যান্য ধরণের আর্থিক অপরাধের সাথে জড়িত থাকতে পারে। হেডভিজ আন্তোনিয়া আলবিনা মাইনোর পরিবার ইতালির ওরবাসানো কাউন্টিতে ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল এবং অন্যান্য দেশ থেকে চুরি করা আইটেম সহ শিল্পকর্মের দোকান চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন । পাশাপাশি তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন, জর্জ সোরোস দ্বারা অর্থায়নে বর্ণ আদমশুমারি আন্দোলন হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য পরিকল্পনা করা হয়েছে ৷।