এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ জুলাই : ছাগল চুরি করে পালানোর সময় এক যুবককে হাতেনাতে ধরে ফেললো গ্রামবাসীরা । সোমবার সকালে মালদা থানার ছোটপুর গ্রামের এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । ওই যুবকে আটকে রেখে মারধর শুরু করে দেয় গ্রামবাসীরা । খবর পেয়ে মালদা থানার পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে আনে । পুলিশ জানিয়েছে,অভিযুক্তের নাম ইসলাম শেখ । ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায় তার বাড়ি । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যে এলাকায় একের পর এক গরু ছাগল চুরির ঘটনা ঘটেছে । ওই সমস্ত চুরির ঘটনায় ইসলাম শেখ জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছেন গ্রামবাসীরা । পুলিশ জানিয়েছে, এনিয়ে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
এদিন সকালে ইসলাম শেখ ছোটপুর গ্রামের মহামায় মন্দির সংলগ্ন পাড়ার গিয়ে একটি পাঁঠা ছাগল চুরি করে নিয়ে পালাচ্ছিল বলে অভিযোগ । জানা গেছে, ছাগলটির মালিক স্থানীয় বাসিন্দা জনৈক অমিত চৌধুরী নামে এক ব্যক্তির । সকালে মন্দির সংলগ্ন একটি বাগানে চড়ছিল ছাগলটি । ইসমাইল গিয়ে ছাগলটি দড়িতে বেঁধে চম্পট দেওয়ার চেষ্টা করে ৷ বিষয়টি অমিত চৌধুরীর শাশুড়ি সুরবিয়া চৌধুরীর নজরে পড়ে যায় । তিনি চিৎকার করে লোকজন ডাকাডাকি করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে । তখন ছাগল ফেলে পালানোর চেষ্টা করে ইসলাম শেখ । কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে উত্তমমধ্যম দিতে শুরু করে । পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ।
সুরবিয়া চৌধুরী বলেন, ‘আমাদের পাড়ায় একের পর এক গবাদি পশু চুরি যাওয়ার ঘটনা ঘটছে । দিন কয়েক আগে সন্ধ্যার সময় এক গ্রামবাসীর গাই গরু চুরি হয়ে যায় । তারপর আর এক বাসিন্দার ৮ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে গেছে । দিন তিনেক আগে আমার জামাইয়ের একটি বাছুর চুরি হয়েছে । এদিন জামাইয়ের একটি ছাগল চুরি করে পালাবার চেষ্টা করছিল ওই যুবক । আমাদের সন্দেহ সব চুরির ঘটনাতে ওই যুবকই জড়িত । পুলিশ এর বিহিত করুক ।’
পুলিশ জানিয়েছে,এদিন বিকেল পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি । তবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । অভিযোগ সত্য প্রমান হলে আইনত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।।