এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনার ন্যায়বিচারের দাবিতে এখনো উত্তাল পশ্চিমবঙ্গ । তারই মাঝে আজ মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে ‘অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড সংশোধনী বিল’ পেশ করা হয় । কয়েকটি সংশোধনী ছাড়া বিলে সমর্থন করেছে বিরোধী দল বিজেপি । পাশাপাশি ‘ভারতীয় ন্যায় সংহিতা’য় কেন্দ্রীয় সরকারের পৃথক আইন থাকলেও রাজ্য সরকারের এই বিল আনার প্রাসঙ্গিকতা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন । তাঁর মন্তব্য, আরজি করের ধর্ষণ-খুন কাণ্ডে উদ্ভুত জনরোষ থেকে বাঁচতে মানুষের নজর ঘোরানোর উদ্দেশ্যেই রাজ্য সরকার আজ এই বিল এনেছে । বিরোধী দলনেতার বক্তব্য শেষে আজ বিধানসভার ভিতরে ওঠে “দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ” শ্লোগান ।
রাজ্যে ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নারী নির্যাতনের ঘটনার পরিসংখ্যান তুলে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধুনো করেন বিরোধী দলনেতা । কিছু সংবাদপত্রের প্রতিবেদনের পেপার কাটিং দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি । কামদুনির ধর্ষণ-হত্যা কাণ্ড মামলায় ১৪ জন আইনজীবী বদলের প্রসঙ্গ তুলে ধরে নিহতের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দেন শুভেন্দু অধিকারী । যদিও আইনজীবীদের নাম বলার বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নিষেধ সত্ত্বেও ওই আইনজীবীদের নাম উল্লেখ করেন বিরোধী দলনেতা ।
তবে এদিন রাজ্য সরকারের আনা বিলে শুভেন্দু অধিকারীর সংশোধনীর প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল, ধর্ষণ-হত্যা মামলায় প্রমান লোপাটে অভিযুক্ত এবং থানায় অভিযোগ নিতে অস্বীকার করা পুলিশের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার দাবি । উল্লেখ্য,আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রমান লোপাটের অভিযোগ উঠেছে খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ।।