এইদিন ওয়েবডেস্ক,কঙ্গো,০৩ সেপ্টেম্বর : কঙ্গোর কিনশাসার মাকালা কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর সময় কমপক্ষে ১২৯ জন বন্দী নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে। কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লোকো বলেছেন, কারাগারের প্রশাসনিক ভবন, খাবারের দোকান এবং হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন।লোকো যোগ করেছেন,’মাকালা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের পালানোর চেষ্টার ফলে প্রাণহানি এবং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।’
তবে, “মাকালা” কারাগারের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কোন বন্দী পালাতে সক্ষম হয়নি এবং যারা পালানোর চেষ্টা করেছিল তারা সবাই নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গো সরকার ঘটনাটি তদন্ত করছে। কঙ্গোতে অস্থিতিশীল সরকারের কারণে এদেশে এমন ঘটনা আগেও ঘটেছে। উল্লেখ্য, বর্তমানে এই দেশের পূর্বাঞ্চলের একটি বড় অংশ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে যারা কয়েক বছর ধরে খনির দখল নিয়ে লড়াই করছে ।।