এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ সেপ্টেম্বর : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড়ের মাঝে অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । আজ সোমবার সন্ধ্যায় আচমকাই তাকে সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যায় । সেখানেই গ্রেফতার করা হয় তাকে । তবে তরুনী চিকিৎসককে ধর্ষণ-খুন নাকি হাসপাতালের আর্থিক দুর্নীতির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট নয় । আজ সোমবার মিলে টানা ১৫ দিন সন্দীপ ঘোষকে জেরা করে সিবিআই । জেরায় তার বক্তব্যে একাধিক অসণঙ্গতি পাওয়া গেছে বলে সিবিআই সূত্রের খবর ।
গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে তরুনী চিকিৎসকের পর গোটা রাজ্য জুড়ে চলছে ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল৷ দাবি উঠছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারি ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের জন্য । আজও একই দাবিতে লালবাজার অভিযান করে জুনিয়র চিকিৎসকরা । তবে তবে লালবাজারে যাওয়ার আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় । সেখানেই প্রতিবাদী পড়ুয়ারা বসে পড়েন এবং বিনীত গোয়েলের কুশপুতুল পোড়ানো হয় ।।