এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,০২ সেপ্টেম্বর : ফ্রান্সে ফের একটা চার্চে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা ৷ ফরাসি সংবাদমাধ্যম লা ভয়েক্স ডু নর্ডের খবরে বলা হয়েছে, আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে,পাস-ডি- ক্যালাইসের সেন্ট-ওমেরের ইমাকুলি-কনসেপশন গির্জার পবিত্র স্থানে একটি বড় আকারের আগুন ছড়িয়ে পড়ে । ফ্রান্সের অষ্টম জনবহুল এলাকায় অবস্থিত ওই চার্চটি পাঁচ ঘণ্টা আগুনে ডুবে থাকার পর বেল টাওয়ারটি ধসে পড়ে । প্রায় একশো দমকলকর্মী আগুন আয়ত্তে আনার চেষ্টা করে । স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ।
সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে পাস-ডি-ক্যালাইস প্রিফেকচার জানিয়েছে যে আগুন এখন নিয়ন্ত্রণে । কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভবনটির কাছাকাছি বসবাসকারী প্রায় পঞ্চাশ জন বাসিন্দাকে প্রতিরোধমূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছে । আশপাশে অবস্থিত দুটি স্কুল খোলার অনুমোদন দেওয়া হয়েছে । ছয় বছর আগে গির্জাটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছিল। তবে আগুনের কারন এখনো অজানা এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে ।
রেডিও জেনোয়া (Radio Genoa) টুইট করেছে, ‘ফ্রান্সে নতুন একটা গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে, এবারে, গির্জা অফ ইম্যাকুলেট কনসেপশন অফ সেন্ট ওমের ক্যালাইসে। সাম্প্রতিক বছরগুলিতে ফ্রান্সে কেন এত গির্জা এবং শূন্য মসজিদ পুড়েছে তা এখন কি বুঝতে কারোর বাকি আছদ । কারোর কাছে কি টার কোনো ব্যাখ্যা আছে ?’
প্রসঙ্গত,এর আগে গত বছরের জুলাই মাসে ডেসকার্টেসে ১৬ শতকের একটি ক্যাথলিক চার্চ সেন্ট-জর্জেস চার্চে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল । সন্ত্রাসী আগুন ধরিয়ে দিলে গোটা চার্চ ভস্মীভূত হয়ে যায় । চলতি বছরের জানুয়ারী ফ্রান্সে ১৭ শতকের একটি ম্যানর-এ একইভাবে আগুন লাগিয়ে দেওয়া হয় ।১৯৫১ সাল থেকে তালিকাভুক্ত ওই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ।।