এইদিন স্পোর্টস নিউজ,০১ সেপ্টেম্বর : প্যারিসে চলমান প্যারালিম্পিকে ভারতীয় শ্যুটাররা তাদের শক্তিশালী পারফরম্যান্স অব্যাহত রেখেছে । রুবিনা ফ্রান্সিস মহিলাদের এয়ার পিস্তল SH1 ইভেন্টের ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছে৷ এর ফলে শ্যুটিংয়ে ভারতের পদক সংখ্যা বেড়ে হয়েছে চার এবং সামগ্রিকভাবে ভারতের পদক পাঁচে দাঁড়িয়েছে।
শনিবার অনুষ্ঠিত মহিলাদের এয়ার পিস্তল প্রতিযোগিতার ফাইনালে, রুবিনা মোট ২১১.১ পয়েন্ট স্কোর করেন এবং ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থান অর্জন করেন । আট নারীর মধ্যে অনুষ্ঠিত এই ফাইনাল রাউন্ডে রুবিনা রৌপ্য পদকের দৌড়ে ছিলেন। কিন্তু তিনি শেষ দুই শটে তার ছন্দ হারিয়েছেন এবং মোট ২১১.১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চলে যান । এর আগে অনুষ্ঠিত কোয়ালিফাইং রাউন্ডে সপ্তম স্থান অধিকার করে তিনি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।
প্যারিস প্যারালিম্পিকের দ্বিতীয় দিনে, অবনী লেখারা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল (SH1) ইভেন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন, অন্যদিকে একই ইভেন্টে আর এক ভারতীয় প্রতিযোগী মোনা আগরওয়াল ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর পরে, মনীশ নারওয়াল পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে (SH1) রৌপ্য পদক জিতেছেন। এছাড়া ভারতের প্রীতি পাল ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।।