এইদিন ওয়েবডেস্ক,ভাদোদরা,২৯ আগস্ট : ভারী বর্ষণে ভাদোদরায় জীবনযাত্রা প্রভাবিত হয়েছে রাস্তাগুলি প্লাবিত হয়েছে এবং বিশ্বামিত্রী নদীর জল আশপাশের ঘরবাড়িতে ঢুকে পড়েছে । ভাদোদরা শহরে ভারী বর্ষণে নদীর জল শহরে ঢুকে চারদিকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । বিশ্বামিত্রী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে ভাদোদরা। তবে এখন বৃষ্টি থেমে যাওয়ায় বিশ্বামিত্রীর জল কমছে। এদিকে বন্যার জল কমার পর শহরের গলিতে বিশাল আকৃতির কুমির ঘুরে বেড়াতে দেখা গেছে । শুধু তাইই নয়,একটা পথকুকুরকে শিকার করেছে ওই কুমিরটি । সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
বন্যার জল কমলেও কুমির ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভাদোদরার অবসার পার্টি প্লটের বাসিন্দাদের মধ্যে । এলাকার গলির রাস্তা জুড়ে অবাধে বিচরণ করে বেড়ায় একটি কুমির । ঘোলা ও নিকাশি নালার বর্জ্য ভর্তি জলে রীতিমতো দাপিয়ে বেড়ায় ফুট দশেকের ওই ১০ কুমির। অন্যদিকে, ফতেহগঞ্জ এলাকায় একটি আবাসিক বাড়িতে ঢুকে পড়ে বিশাল এক কুমির। বন্যার জলে ভেসে আসে বিশালাকার কুমিরটি । নদীর ধারে কুমির ঢুকে পড়ে একটি আবাসিক বাড়িতে। ঘরে কুমির ঢুকে পড়ায় ফতেহগঞ্জ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফতেহগঞ্জের কামানাথ নগরের একটি বাড়িতে কুমির ঢুকে পড়ে। কুমিরটিকে দেখে আতঙ্কিত লোকজন এদিক ওদিক ছুটতে থাকে। তবে বনবিভাগের দল কুমিরটিকে ধরলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে।
প্রসঙ্গত, গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত বিশ্বামিত্রী নদীর জলস্তর কমেছে। এ ব্যাপারে ভাদোদরায় জলে আটকে পড়া মানুষদের বর্তমান পরিস্থিতিতে সাহায্য করা হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে জলে আটকে পড়া মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে। টানা বর্ষণে হারানী এলাকায় মানুষ এখন জলবন্দি ।।