এইদিন ওয়েবডেস্ক,পাটনা,২৭ আগস্ট : বিহারের পাটনা জেলার একটি আস্ত হিন্দু গ্রামকে নিজেদের বলে দাবি করেছে বিহার ওয়াকফ বোর্ড । পাটনার কাছেই গোবিন্দপুর গ্রামের ৯৫ শতাংশ হিন্দুদের বসবাস । পাটনা ওয়াকফ বোর্ড ওয়াকফ বোর্ড গ্রামবাসীদের ৩০ দিনের মধ্যে তাদের জমি ও বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে । এই অবস্থায় চরম আতঙ্কের মধ্যে আছে গ্রামবাসীরা । গ্রামবাসীরা বলেছেন,’যখন আমরা পাটনা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, ওয়াকফ বোর্ড আদালতে একটি প্রমাণও পেশ করতে পারেনি ৷’
এদিকে দাবি উঠছে যে ওয়াকফ আইন সংশোধন নয়, বরঞ্চ বাতিল করে দেওয়া হোক । অখন্ড ভারত সংকল্প নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন,’ওয়াকফ বোর্ডের স্বেচ্ছাচারিতা আবারও সামনে এসেছে।পাটনা জেলার একটি হিন্দু গ্রামের দাবি করেছে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড এক মাসের মধ্যে গ্রাম খালি করার নোটিশও দিয়েছে। গ্রামের ৯০ শতাংশ মানুষ হিন্দু, তাদের চলে যেতে ৩০ দিন সময় দেওয়া হয়েছে !ওয়াকফ আইনের সংশোধনের প্রয়োজন নেই, এটি সম্পূর্ণভাবে বাতিল করা দরকার। ওয়াকফ বোর্ড একটি কালো আইন যা ৩৭০ ধারার চেয়েও ভয়ঙ্কর! ওয়াকফ আইন বাতিল করুন ল্যান্ড জিহাদ বন্ধ করুন ৷’।