এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৭ আগস্ট : নগাঁওতে ১৪ বছর বয়সী এক হিন্দু মেয়েকে গনধর্ষণের পটভূমিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আজ মঙ্গলবার আসাম বিধানসভায় বিরোধী দলগুলির মুলতুবি প্রস্তাবের জবাবে বড় বিবৃতি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা । তিনি বলেছেন,’কংগ্রেসীরা যত খুশি চিৎকার করুক ; আসামকে ‘মিয়া ভূমি’ হতে দেব না।’ তিনি আরও বলেন,’জনসংখ্যা বৃদ্ধি বিবেচনায় নিলে আসামে অপরাধের হার বাড়েনি।’ বিরোধীরা তাকে পক্ষপাতমূলক বলে অভিযোগ করলে, মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দেন,’আমি পক্ষ নেব। আপনাদের যা করার আছে করতে পারেন ?’ তিনি বলেন,’কেন নিম্ন আসামের লোকেরা উচ্চ আসামে যাবে? যাতে মিয়া মুসলমানরা আসামের দখল নিতে পারে? আমরা এটা হতে দেব না ।’
কংগ্রেস, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ), এবং সিপিআই (এম) এর বিধায়ক এবং একমাত্র নির্দল বিধায়ক অখিল গগৈ মহিলাদের বিরুদ্ধে অপরাধ সহ রাজ্যে ক্রমবর্ধমান অপরাধের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চারটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছিলেন। আসামের বিরোধী দলগুলি বিধানসভা কমপ্লেক্স সহ গুয়াহাটির বিভিন্ন অংশে বিক্ষোভ করেছে, মহিলাদের সুরক্ষা এবং তাদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে। গত ২২ শে আগস্ট আসামের নগাঁও জেলার ধিং-এ এক ১৪ বছরের হিন্দু মেয়ে টিউশন থেকে বাড়ি ফেরার সময় তিনজন বাংলাদেশি মিয়া মুসলমান যুবক দ্বারা গনধর্ষণের শিকার হয় ।প্রধান অভিযুক্ত তফজুল ইসলাম, যাকে শুক্রবার(২৪) আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল, হেফাজত থেকে পালিয়ে যাওয়ার জন্য সে একটি পুকুরে ঝাঁপ দিয়েছিল । কিন্তু গভীর জলে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে, দুই অপরাধী এখনো পলাতক রয়েছে৷
এদিকে ওই বর্বরোচিত ঘটনার পর থেকে উত্তপ্ত গোটা আসাম । বাংলাদেশি মিয়া মুসলমানদের তাড়ানোর দাবিতে ৩০ টির অধিক সংগঠন পথে নেমেছে । মিয়া মুসলমানদের তাড়ানোর জন্য সরকারকে ৭ দিনের সময় দিয়েছে তারা৷ অন্যথায় তারাই এলাকা থেকে মিয়া মুসলমানদের উৎখাত করবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে । যদিও তাদের ওই হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ করেছে কংগ্রেস বিধায়ক আবদুর রশিদ মণ্ডল । যার জেরে আরও উত্তেজনার সৃষ্টি হয়েছে আসামে ।।