এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ আগস্ট : আরজি কর কান্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ । কিন্তু হাওড়া ব্রিজ, সাঁতরাগাছিসহ কলকাতার বিভিন্ন প্রান্তে মিছিলে অংশ নেওয়া প্রতিবাদীদের উপর কলকাতা পুলিশ যথেচ্ছে ভাবে জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে বলে অভিযোগ । অনেক ছাত্রছাত্রী তাতে আহতও হয় । পালটা ইঁটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরাও । তাতেও কয়েকজন পুলিশ ও র্যাফ কর্মী আহত হয়েছে বলে খবর । আজকে পড়ুয়াদের ‘নবান্ন অভিযান’ বর্তমানে এক্স-এ ট্রেন্ড করছে হ্যাশট্যাগ হাওড়া ব্রিজ নামে । সেখানে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করা হয়েছে ।
তার মধ্যে গেরুয়া বসন পরিহিত এবং হাতে জাতীয় পতাকা নিয়ে জলকামানের সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ সন্নাসীর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । সন্ন্যাসী প্রথমে পুলিশকে ইশারায় আরও জল কামান ব্যবহারের জন্য বলেন । তারপর দু’পা এগিয়ে গিয়ে জাতীয় পতাকা ডান দিকের কাঁধে নিয়ে পুলিশকে চুরি পরার জন্য ইশারা করেন । তবে ওই বৃদ্ধ সন্নাসীর পরিচয় জানা যায়নি ।
প্রশান্ত উমরাও নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন,’হাওড়া ব্রিজে মমতা বানোর নিষ্ঠুরতা, অহংকার আর হতাশার প্রান্ত ভোঁতা করে দিচ্ছেন এই গেরুয়া পরিহিত বৃদ্ধা । বাংলার মানুষ কি এখনও মমতার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নামবে না?’
এদিকে পুলিশের এই প্রকার ‘দমনপিড়ন’ মূলক আচরনের কারনে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ছেন মুখ্যমন্ত্রী । অখন্ড ভারত সংকল্প নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন,’ডাক্তার হ্যাশট্যাগ জাস্টিস ফর ম#মি#-এর বিচার পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত মানুষদের উপর মমতা সরকারের কলকাতা পুলিশ নির্যাতন করছে। হাওড়া ব্রিজে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কন্টেইনার থেকে ব্যারিকেড, টিয়ার গ্যাসের শেল এবং জলকামান প্রবলভাবে ব্যবহার করা হচ্ছে।
গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে । কেন কৃষকদের আন্দোলনে লাল কেল্লায় বিক্ষোভকারীদের থামানোর জন্য বামপন্থী, বিরোধী দলের সাংবাদিকরা এবং ধর্মনিরপেক্ষ সম্প্রদায় নীরব ?’
সৌরভ কুমারের প্রতিক্রিয়া,’রোক সকে তো রোখ লো, মমতা দিদি। আমরা ডাক্তার মেয়ের ন্যায়বিচার অব্যাহত রাখব। গণতন্ত্রে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে। মানুষের কাছ থেকে এসব অধিকার কেড়ে নিতে পারবেন না। হাওড়া ব্রিজে আন্দোলনরত মানুষের সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়।’ ভিস নামে এক ব্যবহারকারী প্রতিক্রিয়া,’মমতা দিদি, গণতন্ত্রে, জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং আপনি তাদের কাছ থেকে এই অধিকার কেড়ে নিতে পারবেন না। হাওড়া ব্রিজে প্রতিবাদ করতে দিতে হবে এবং মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।’।