এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ আগস্ট : শেখ হাসিনার পতনের পর বর্তমানে কট্টর ইসলামি মৌলবাদী দল জামাত-ই-ইসলামি ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) শাসন চলছে বাংলাদেশে । সন্ত্রাসীদের আঁতুরঘর পাকিস্তানকে আদর্শ বলে মনে করা ওই সমস্ত দলগুলি বাংলাদেশে ক্রমশ ইসলামি শরিয়া শাসন লাগু করার পদক্ষেপ শুরু করে দিয়েছে । যার ফলে সেদেশের অমুসলিমদের টিকে থাকা একপ্রকার অসম্ভব হয়ে উঠছে । এবারে কট্টরপন্থী জামাতের একটা গোষ্ঠী অমুসলিম শিক্ষিকাদের হিজাব পরার ফতোয়া জারি করেছে । রীতিমতো প্রেস রিলিজে হুমকির সুরে তারা বলেছে যে নিষেধ অমান্য করলে ‘কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’ । এদিকে সদ্য হিন্দু নরসংহারের মুখোমুখি হওয়া বাংলাদেশের হিন্দু ও অনান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এই ফতোয়ার পর চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ।
রবিবার(২৫ আগস্ট ২০২৪) ওই ফতোয়াটি জারি করা হয় । ‘অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ’ নামে একটা অজ্ঞাত গোষ্ঠী ওই ফতোয়া জারি করেছে । প্রেস রিলিজে জানা যাচ্ছে যে গোষ্ঠীর আহ্বায়কের নাম মুহম্মদ মহিউদ্দিন রাহাত এবং সদস্য সচিব মুহম্মদ ইয়াকুব মজুমদার । ফতোয়ার শিরোনাম দেওয়া হয়েছে,’শিক্ষাপ্রতিষ্ঠানে অশালীন চলাফেরাকারী শিক্ষিকাদের সতর্কীকরন নোটিশ প্রকাশ করলো শিক্ষার্থীরা‘ ।
এরপর বিস্তারিত হুমকিতে বলা হয়েছে,শিক্ষিকাগণ,পর্দা একটি ইবাদত। এটি শ্রেষ্ঠ ইবাদত ও ফরজসমূহের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ তা’আলা তাঁর কিতাবে সৌন্দর্য প্রদর্শনকে নিষেধ করে পর্দার আদেশ দেন। কিন্তু দেখা যাচ্ছে, আপনারা আল্লাহর আদেশ অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে বেপর্দা হয়ে চলাফেরা করেন। তাই আমরা কিতাবের দলিল মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানে পর্দার আদেশ জারি করলাম।
প্রথম দলিল:আর এমন বৃদ্ধ নারীগণ যারা বিবাহের আশা রাখে না, তাদের জন্য দোষ নেই যদি তারা তাদের শোভা প্রদর্শন না করে তাদের (বাহ্যিক অতিরিক্ত চাদর উড়না) বস্ত্র খুলে রাখে, তবে সংযমী হয়ে বিরত থাকলে তা তাদের জন্য উত্তম। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ।” [সূরা আন-নূর, আয়াত: ৬০]
দ্বিতীয় দলিল: হে নবী তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বল, তারা যেন তাদের উড়না চাদরের কিছু অংশ নিজেদের (চেহারা ও বুকের উপর টেনে দেয়, এতে তাদের চেনা সহজতর হবে, (বুঝা যাবে যে তারা স্বাধীন ও সম্ভ্রান্ত) ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [সূরা আল-আহযাব, আয়াত: ৫৯]
তৃতীয় দলিল : আর তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রাচীন জাহেলী যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না। [সূরা আল-আহযাব, আয়াত: ৩৩]
চতুর্থ দলিল : আর যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে পর্দার অন্তরাল থেকে চাইবে, এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। [সূরা আল-আহযাব, আয়াত: ৫৩] ।
এরপর লেখা হয়েছে,উপরিউক্ত দলিল মোতাবেক সকল ধর্মের (উপজাতিসহ) শিক্ষিকাকে যথাযথ পর্দার মাধ্যমে বোরকা-হিজাব নেকার পরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসার নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ নামে ওই গোষ্ঠীর আহ্বায়ক মুহম্মদ মহিউদ্দিন রাহাতের পরিচয় দেওয়া হয়েছে,শিক্ষার্থী চতুর্থ বর্ষ অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । সদস্য সচিবের পরিচয় হল,শিক্ষার্থী চতুর্থ বর্ষ অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । জানা গেছে,তালিবানের কট্টর সমর্থক জামাত গোষ্ঠীর সদ্যদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই জিহাদি সংগঠনটি গড়ে উঠেছে । কিন্তু তাদের এই ফতোয়া প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষিকা ও ছাত্রীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ।।