এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,২৫ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের নৃশংস বর্বরোচিত ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ও কলকাতা পুলিশের ভূমিকাকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে । অভিযোগ উঠছে যে এই ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় যাকে সবচেয়ে সন্দেহের চোখে দেখা হচ্ছে সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বারবার বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন খোদ মমতা ব্যানার্জি । এছাড়াও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের মত মারাত্মক অভিযোগ উঠলেও তাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মমতা । যেকারণে চরম ক্ষুব্ধ পশ্চিমবঙ্গসহ দেশের অরাজনৈতিক মানুষ । এবারে এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ারের বিশিষ্ট লেখক তথা শিক্ষক পরিমল দে । শুধু তাইই নয়,তিনি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বলেছেন,’পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে ।’ আজ রবিবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন পরিমলবাবু । পাশাপাশি পুরস্কার হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন ।
প্রসঙ্গত,সাহিত্যে ও শিক্ষকতার ক্ষেত্রে অবদানের জন্য ২০১৬ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে পরিমলবাবুর হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সাংবাদিক সম্মেলনে পরিমলবাবু বলেন,’পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে । শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির পাশাপাশি আরজি কর কলেজে অমানবিক ঘটনা ঘটেছে তাদের সমগ্র বাংলা উত্তাল হয়ে উঠেছে । আমি বঙ্গবাসীর সঙ্গে সহমত পোষণ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি । শারীরিক অসুস্থতার কারণে আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারছি না তাই এই সিদ্ধান্ত আমার নিতে হলো ।’।