এইদিন বিনোদনডেস্ক,২৫ আগস্ট : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের কৌতুক অভিনেতা আরশাদ ওয়ারসির একটি ভিডিও । সেই ভিডিওতে আরশাদকে প্রভাসের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ’ নিয়ে কথা বলতে দেখা যায়। অমিতাভ বচ্চনের প্রশংসা করেন আরশাদ। কিন্তু প্রভাসকে ‘জোকার’ বলেন তিনি । তারপর থেকে ইন্টারনেট দুটি গ্রুপে বিভক্ত। একপক্ষ আরশাদকে ট্রোল করছেন। অপর পক্ষ তাকে সঠিক বলছে । সম্প্রতি আরশাদের বক্তব্যের জবাব দিয়েছেন ‘কল্কি’ পরিচালক নাগ অশ্বিন।
আসলে, সামদিশের আনফিল্টারড নামের ইউটিউব চ্যানেলে ‘কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ’ ছবিটি নিয়ে কথা বলেছিলেন আরশাদ ওয়ারসি। সম্প্রতি কোন সিনেমা দেখেছেন জানতে চাইলে আরশাদ বলেন,’আমার দেখা শেষ ছবি ‘কল্কি’। আমি এটা মোটেও পছন্দ করিনি। ছবিতে প্রভাসকে আমার মোটেও পছন্দ হয়নি। তাকে জোকার বানিয়েছে। পুরো ছবিতে তাকে জোকারের মতো লাগছিল। আমি ম্যাড ম্যাক্সের মতো একটি চলচ্চিত্র আশা করছিলাম। কিন্তু আমি খুব হতাশ হয়েছিলাম।’
এবার কল্কির পরিচালক নাগ অশ্বিন এক ব্যক্তির টুইটের জবাবে লিখেছেন,’পিছনের দিকে যাবেন না..আর উত্তর-দক্ষিণ বা বলি বনাম টলি করবেন না..বড় ছবির দিকে নজর দিন.. ইউনাইটেড ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি..আরশাদ সাহেবের উচিত ছিল সঠিক শব্দ নির্বাচন করা…যাই হোক,ঠিক আছে..তার ৪ বাচ্ছার জন্য বুজি খেলনা পাঠাব…আমি কঠোর পরিশ্রম করি তাই এফডিএফ টুইট করেছে যে প্রভাস কে-২ তে সর্বকালের সেরা ছিল ।’।