এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ আগস্ট : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝেই খাস কলকাতার রাস্তায় একজন অভিনেত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে । পায়েল মুখার্জি নামে ওই অভিনেত্রী আতঙ্কিত অবস্থায় ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দিয়েছেন । আতঙ্কে কাঁদতে দেখা গেছে অভিনেত্রীকে । ঘটনার বিবরণে তিনি জানান,শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতার সার্দান অ্যাভিনিউ ২৭-এ এলাকায় । তিনি গাড়িতে চড়ে যাওয়ার সময় একটা বাইকে সম্ভবত তার গাড়ি স্পর্শ করেছিল । তারপর ওই বাইক চালক তার গাড়িতে চড়াও হয় । সে গাড়ির গেট খুলতে বলে । কিন্তু তিনি খোলেননি । এরপর ওই বাইক চালক ঘুঁসি মেরে তার গাড়ির জানলার কাঁচ ভেঙে দেয়৷ কাঁচের টুকরো পায়েলের শরীরে আঘাত করে। পরে পুলিশ পৌঁছে বাইক আরোহীকে আটক করে। তিনি হতাশা প্রকাশ করে বলেন,’এটাই কলকাতায় মেয়েদের নিরাপত্তা !’
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ‘অপরাধীদের ইন্ধন যোগানো’র অভিযোগ তুলে বিজেপি নেতা এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন,’হায়রে পশ্চিমবঙ্গ! এবার ফ্যাশন ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ পায়েল মুখার্জির সঙ্গে কি ভয়ংকর ঘটনা ঘটল দেখুন!আরজি কর কাণ্ডে এত তোলপাড় দেশ তারপরও এই রাজ্যে মেয়েরা নিরাপদ নয়। এত প্রতিবাদের মধ্যেও কখনও নার্স, কখনও অভিনেত্রী, স্কুল ছাত্রী, মেডিকেল অফিসারদের সঙ্গে একই ঘটনা ঘটছে। এর কারণ হল এই রাজ্যের ধসে যাওয়া আইন প্রশাসন। মানুষ আর ভয় পাচ্ছে না অপরাধ করতে। কারণ তলে তলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল অপরাধীদের প্রত্যক্ষ ইন্ধন দিয়ে চলেছে। পাশাপাশি পরোক্ষে তাঁর মানসিকতা এবং কার্যকলাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন তিনি অপরাধীদের পাশেই আছেন। যখন কলকাতায়, সাদার্ন এভেনিউয়ের মত ব্যস্ত জায়গায় সন্ধ্যাবেলা গাড়িতে ভাংচুর হতে পারে, মহিলাদের উপর আক্রমণ হতে পারে তাহলে ভাবুন গ্রামে গঞ্জে কি পরিস্থিতি চলছে !ধন্যবাদ জানাই পায়েলকে ফেসবুক লাইভ এসে সত্যিটা সবার সামনে তুলে ধরার জন্য।’
উল্লেখ্য,পায়েল মুখার্জি বাংলা ছবির পাশাপাশি তেলেগু ছবিতেও কাজ করেন। অভিনেত্রী হওয়ার আগে পায়েল টেকনো ইন্ডিয়াতে সহকারী শিক্ষক হিসেবে কাজ করতেন। তিনি ফার্মাকোলজি বিষয় পড়াতেন। পায়েলের সঙ্গে এই ঘটনা আবারও শহরের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে । একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারীদের উপর একের পর এক নির্যাতনের ঘটনায় এরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে ।।