এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,২৩ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনার তোলপাড়ের মাঝেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠছে রাজ্য জুড়ে । এবারে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন টোল প্লাজায় গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । ধৃতের নাম রাহুল আলী । সে রাজগঞ্জ ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠন(INTTUC)এর ব্লক সভাপতি সলেমান মহম্মদের ছেলে ।
জানা গেছে,বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় সড়কে ফাটাপুকুর টোল গেটের পাশে একটি শূকর বোঝাই ট্রাক আটকে চালকের কাছে টাকা দাবি করে রাহুল আলি । টাকা দিতে অস্বীকার করলে রাহুল আলি গাড়ির কাগজপত্র দেখতে চায় । কিন্তু বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সে টাকার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ । এদিকে চালক ও রাহুল আলির মধ্যে তর্কাতর্কির মাঝে কেউ রাজগঞ্জ থানায় ফোন করে বিষয়টি জানায় । এরপর পুলিশ সেখানে গিয়ে রাহুল আলীকে গ্রেফতার করে ৷আজ শুক্রবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় । এদিকে তৃণমূল নেতা সলেমান মহম্মদের সাফাই, তার ছেলে তোলাবাজির সঙ্গে যুক্ত নয় । তার ছেলে ওই টোল প্লাজার একজন কর্মী । কর্তৃপক্ষের নির্দেশেই সে ট্রাকটি দাঁড় করিয়েছিল৷ কিন্তু পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে ।’ অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ, রাজ্যের টোলপ্লাজাগুলিতে তৃণমূলের বাহুবলী নেতাদের ছেলে,আত্মীয়স্বজন বা তাদের সাঙ্গপাঙ্গরা কাজ করতে । সেই কারনে জাতীয় সড়কেও তোলাবাজির মত ঘটনা ঘটছে । তারা এই ঘটনায় পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন ।।