এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনার তোলপাড়ের মাঝেই মালদা মেডিকেল কলেজে একটা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে । টাকার বিনিময়ে হাসপাতালের ব্লাডব্যাংক থেকে রক্ত বিক্রির অভিযোগ উঠেছে সেখানে । এই চক্রের ২ জন পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ ধৃতদের ইংরেজবাজার থানার বটতলী এলাকার বাসিন্দা মহম্মদ আলিম শেখ এবং মালদার সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকার বাসিন্দা খুদু দাস বলে চিহ্নিত করেছে । আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ পুলিশ তাদের গ্রেফতার করে৷ পরে ধৃততরের মালদা জেলার আদালত তোলা হয় ।
জানা গেছে,সাম্প্রতিক কিছু সময় ধরে ইংলিশ বাজার থানায় পুলিশের কাছে অভিযোগ আসে যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাডব্যাঙ্কে টাকার বিনিময়ে রোগী ও রোগীর আত্মীয়দের রক্ত বিক্রি করছে একটি চক্র । পুলিশ ওই চক্রটিকে পাকড়াও করতে সক্রিয় হয়ে ওঠে । আজ সকালে তাদের ধরতে ব্লাডব্যাঙ্কের সামনে সাদা পোশাকে ওঁত পেতে বসেছিল ইংলিশ বাজার থানার পুলিশের একটা দল । শেষে ওই দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।।