এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,২২ আগস্ট : পুরুলিয়ায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনার ৯ বছর পর অভিযুক্তের ২০ বছরের কারাদন্ডের সাজা ঘোষণা করল পকসো আদালত । সাজাপ্রাপ্তের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার ডুমুরহির গ্রামে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ । রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে এই মামলা সম্পর্কে লেখা হয়েছে, পুরুলিয়ার নিতুড়িয়া থানায়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারী অভিযোগ আসে যে ১৫ বছরের একটি মেয়েকে অপহরণ করেছে একই থানার অন্তর্গত ডুমুরহির গ্রামের এক ব্যক্তি। অভিযোগ পেয়েই অপহরণের মামলা দায়ের করে নিতুড়িয়া থানার পুলিশ । মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর নির্মল কুমার পান্ডে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে নাবালিকাকে উদ্ধার করেন । তবে তদন্তে প্রকাশ পায়, নাবালিকাকে শুধু অপহরণই করেনি, তার উপর যৌন নির্যাতনও করেছে অভিযুক্ত ।
বলা হয়েছে,তদন্ত শেষে মাত্র ৪৩ দিনের মাথায় আসামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩,৩৬৫, ৩৬৬(এ)ধারা এবং পকসো আইনের ৪ ধারায় চার্জশিট দাখিল করা হয় । গত মাসের ৩১ তারিখে অভিযুক্তকে পকসো আইনের ৬ ধারায় ২০ বছর কারাবাস এবং সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত । পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় ৫ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় । অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ।।