এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ জুলাই : “তৃণমূল ধ্বংস করে তবেই ব্যবসায় মন দেবেন । কঠিন প্রতিজ্ঞা ।” এমনই বয়ানের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বিজেপি নেত্রীর ছবি দেওয়া পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । ভাতার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা মিতা রায় নামে ওই বিজেপি নেত্রী একটি বিউটি পার্লার চালান । কামারপাড়া বাজারে একাধিক জায়গায় তাঁর ছবি দেওয়া ওই পোষ্টার সাঁটানো ছিল । শনিবার সকালে বাজারে গেলে স্থানীয়দের নজরে পড়ে । মূলত নেত্রীর ছবির নিচে থাকা ওই বয়ানকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয় ৷ যদি মিতাদেবীর দাবি, তাঁকে সমস্যায় ফেলার উদ্দেশ্যে কেউ বা কারা চক্রান্ত করে এই কাজ করেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে মিতাদেবীর ছবি দেওয়া পোস্টার কামারপাড়া বাজারে একাধিক জায়গায় দেখতে পান স্থানীয় লোকজন । মিতাদেবীর হাতে রয়েছে একটি পূজার থালা । মাথায় জাতীয় পতাকার ফেটি বাঁধা । চিবুকের কাছে একটি মাস্ক ঝোলানো । আশেপাশে আরও কিছু পুরুষ ও মহিলা । একেবারে নিচে লেখা “তৃণমূলকে ধ্বংশ” করার “প্রতিজ্ঞা” সংক্রান্ত ওই বয়ান । মূলত ওই বয়ানকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয় ।
যদিও মিতাদেবীর কথায়, ‘বর্তমানে আমি ব্যবসা নিয়েই থাকি । এখন সক্রিয় রাজনীতির মধ্যে নেই ৷ ওই ছবি দু’বছরের আগের । স্বাধীনতা দিবস উদযাপনের দিন ছবিটা তোলা হয়েছিল । এদিন সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পোষ্টারটি দেখি ।’ তাঁর অভিযোগ, ‘আমাকে ও আমার পরিবারকে সমস্যায় ফেলার উদ্দেশ্যেই কেউ বা কারা চক্রান্ত করে এটা করেছে । পুলিশকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি । এখন পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক ।’
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বনপাশ অঞ্চল সভাপতি তথা বনপাশ পঞ্চায়েতের উপপ্রধান আহমেদ আলি শেখ বলেন, ‘এটা রাজনৈতিক পোষ্টার । পোষ্টারে যাদের ছবি রয়েছে তারা সকলেই বিজেপির মুখ । তাই আমরা ধরে নেবো বিজেপির কেউ বা কারা এটা করেছে । আমরা রাজনৈতিকভাবেই এর জবাব দেবো ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, এলাকার শান্তিশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তা দেখার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে ।।