এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসককে ধর্ষণ বা গনধর্ষণের পর খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ । গত শুক্রবার আরজি কর হাসপাতালের সেমিনার হলে ‘তিলোত্তমা’র নগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকেই ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে বিক্ষোভ মিছিল চলছে ৷ বিদেশেও ‘তিলোত্তমা’র ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন প্রচুর মানুষ । এমনকি পাকিস্তানের চিকিৎসকদের সংগঠন আরজি কান্ডের নিন্দা করে একটা বিজ্ঞপ্তি জারি করেছে । সুপ্রিম কোর্ট এই ঘটনায় তার স্বতপ্রণোদিত মামলায় উল্লেখযোগ্য কিছু রায় দিয়েছে । এই মামলায় রাজ্যের আইনজীবীর ভূমিকা পালন করায় কপিল সিব্বালকে তীব্র আক্রমন করছেন নেটিজেনরা । মানুষের তীব্র ‘ঘৃণা’র মুখে পড়ে অবশেষে আরজি কর কান্ডের নিন্দা করতে বাধ্য হলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ)-এর সভাপতি তথা কংগ্রেস সাংসদ কপিল সিব্বাল ৷ কিন্তু তাতেও মন গলেনি মানুষের ৷ তাকে কেউ কেউ ‘কলিযুগের আসল রাবন‘ বলেও অবিহিত করেছেন ।
মধুসূদন নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘কলিযুগের আসল রাবণ কপিল সিব্বাল । 2G কেলেঙ্কারির পক্ষে৷ কয়লা কেলেঙ্কারির পক্ষে । CWG কেলেঙ্কারির পক্ষে । তিন তালাক রক্ষা করেছেন । রামমন্দিরের বিরুদ্ধে লড়েছেন । সিএএ অপসারণের বিরুদ্ধে লড়েছেন। আরজি কর মামলায় মমতা সরকারের পক্ষে।’
কপিল সিব্বালের পাশাপাশি আর এক আইনজীবী তথা কংগ্রেসের নেতা অভিষেক মনু সিংভিও নেটিজেনদের নিশানায় চলে এসেছেন । রনদীপ শিশোদিয়া নামে এক এক্স ব্যবহারকারী প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘কংগ্রেসম্যান অভিষেক মনু সিংভি এবং কপিল সিবাল, এই দুটি মুখ সবসময় মনে রাখবেন। আমার দৃষ্টিতে, এই দুই কংগ্রেসী ভারতের এই সমস্ত লোকেদের আইনগত আশ্রয় প্রদান করে:
১)সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং শক্তিশালী
২)ডন/সন্ত্রাসী এবং মদদদাতা
৩) সবচেয়ে বড় আর্থিক অপরাধী
৪) সবচেয়ে বিপজ্জনক নকশাল
৫) সকল দেশ বিরোধী শক্তি
এবং এটা আমার কাছে স্পষ্ট যে তাদের রাহুল গান্ধীর অদম্য সমর্থন রয়েছে! সুতরাং এটা আমার কাছে পরিষ্কার যে এই কারণে একজন কেজরিওয়াল বা মমতা বা একজন সোরেন সবসময়ই রাহুল গান্ধীর দুষ্ট ছত্রছায়ায় ঋণী থাকবেন। তিনি সিংভি এবং সিবালের মাধ্যমে তাদের সুরক্ষা প্রদান করেন । ভারত যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে ততই মঙ্গল!’
কি বলেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) ?
বুধবার(২১ আগস্ট) একটা রেজোলিউশন জারি করা হয়েছে এসসিবিএ-এর পক্ষ থেকে । সংগঠনের সভাপতি কপিল সিব্বাল স্বাক্ষরিত ওই রেজোলিউশনে বলা হয়েছে,’সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) ভারতের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চের উদ্বেগকে গভীরভাবে প্রশংসা করে যা দেশে বিরাজ করছে এবং হাসপাতালে মহিলাদের বিরুদ্ধে নারী ইন্টার্ন সহ অন্যান্য সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসসিবিএ এই উদ্বেগগুলি, বিশেষত পদক্ষেপগুলি মোকাবেলায় ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পদক্ষেপগুলিকে সমর্থন করে৷ এই ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য প্রোটোকল সহ একটি নীতি কাঠামো স্থাপনের জন্য নেওয়া হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে যা ঘটেছে তা অসুস্থতার লক্ষণ। এখন, তদন্তটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা বিশ্বাস করি যে ন্যায়বিচার হবে এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এসসিবিএ আদালতের উদ্বেগের সাথে একাত্মতা প্রকাশ করে এবং আশা করে এবং প্রার্থনা করে যে সারাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’।