এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে গোটা দেশ । এরাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রতিদিনই চলছে ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল । আজ বুধবার কলকাতায় মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল ‘খোলা হাওয়া’ নামে এক সংগঠন । প্রচুর মানুষ মিছিলে পা মেলান । প্রায় প্রত্যেকের হাতে ছিল কালো পোস্টারে সাদা বর্ণের লেখা পোস্টার ও মশাল । পোস্টারে লেখা ছিল ‘দফা এক দাবি এক-মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ শ্লোগান । ওই শ্লোগানের পাশাপাশি ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা । কালো জামা ও কালো সানগ্লাস পরে মিছিলে পা মেলাতে দেখা যায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির লেখক তথা পরিচালক বিবেক অগ্নিহোত্রী( Vivek Agnihotri)কে । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা স্বপন দাসগুপ্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং, কৌস্তুভ বাগচী ও শঙ্গুদেব পন্ডার মত বিজেপি নেতারা ।
মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে একটা জনসভার আয়োজন করা হয় । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আরজি কর কান্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিবেক অগ্নিহোত্রী । ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সকল স্তরের মানুষকে পথে নামার জন্য আহ্বান জানান বলিউডের এই পরিচালক । পশ্চমবঙ্গের অতীত সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন,’এই সরকার ভোটব্যাঙ্কের জন্য অপরাধী আর দুর্নীতিবাজদের ব্যবহার করছে । সন্দীপ ঘোষের ট্রান্সফার কেন হল? কেন সুইসাইড বলা হল ?’ তিনি প্রশ্ন তোলেন, ‘কেন সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হল ?’ অবশ্য উত্তরও দিয়ে দেন বিবেক । তিনি বলেন, ‘রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, তদন্ত করতে পারেনি। তাই সিবিআইকে দায়িত্ব দিয়েছে আদালত ।’ পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানান, ‘মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে বলুন যে রাজ্যের সব মহিলাদের নিরাপত্তার দায়িত্ব তাঁর । মহিলাদের ওপর কোনও রকমের অত্যাচার বরদাস্ত করা হবে না। কিন্তু বাস্তবে তা করা হচ্ছে না ।’।