এইদিন ওয়েবডেস্ক,২১ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল । শুনানিতে এই মামলায় রাজ্য সরকার ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে খোদ সর্বোচ্চ আদালত । প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন । এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আইনজীবী ছিলেন প্রবীন আইনজীবী কপিল সিব্বাল । এদিকে এই প্রকার একটা ন্যাক্কারজনক ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশকে বাঁচানোর চেষ্টা করে সিব্বাল এখন সোশ্যাল মিডিয়ায় কার্যত ‘ঘৃণ্য চরিত্র’ হয়ে উঠেছেন । সমাজবাদী পার্টির সমর্থনে এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে জেতা কংগ্রেসের এই সাংসদকে নিয়ে নেটিজেনরা তীব্র ক্ষোভ ও ঘৃণা উগরে দিয়েছেন । বর্তমানে হ্যাশট্যাগ কপিল সিব্বাল ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায় । বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়াও দিচ্ছেন ।
একে (@AK_Aspire) নামে এক এক্স ব্যবহারকারী কপিল সিব্বালের মুখে জুতোর ছাপ দেওয়া ছবি পোস্ট করে লিখেছেন, ‘মমতার পক্ষে অভিযুক্তদের রক্ষাকারী মুখ… ঘটনাকে ঘোরাতে এবং ভিকটিমকে দোষী প্রমানিত করতে তাকে ভাড়া করা হয়েছে, তরুনীর উপর ঘটে যাওয়া ভয়াবহতার জন্য এও দায়ী । তার মুখে একটি জুতার থাপ্পড় এবং ১০০ টি জুতার চড়ের জন্য আরটি করুন৷’
ওয়ালি নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘মমতাকে রক্ষা করতে, সিব্বাল নির্যাতিতার শোকার্ত পরিবারকে নিশানা করেছে । এই পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ মানুষ ।’ @Lolflix_ এর প্রতিক্রিয়া, ‘যদি নির্লজ্জতার একটা মুখ থাকতো। কপিল সিব্বাল এরজি কর-এর নির্যাতিতার বিরুদ্ধে টিএমসি সরকারের পক্ষে হাজির হয়েছিলেন ।’
ইনকগনিটো লিখেছেন,’কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষিত ও খুন হওয়া চিকিৎসকের বিচারের জন্য লড়াই করছে গোটা জাতি এবং কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের নিষ্ক্রিয়তা রক্ষা এবং অপরাধীদের রক্ষা করার উপায় খুঁজে বের করছিলেন।এটা কখনো ভুলো না।’
মোনা প্যাটেলের প্রতিক্রিয়াতেও সিব্বালের প্রতি তীব্র ঘৃণা লক্ষ্য করা যায় । তিনি লিখেছেন,’কপিল সিব্বাল নির্লজ্জভাবে নৈরাজ্যবাদী, ধর্ষক এবং খুনিদের রক্ষা করছেন..কংগ্রেস নেতা কপিল সিব্বাল সব সময় দেশের কণ্ঠের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই হল কংগ্রেসের নেতৃত্বের ধরন। আপনি কি কংগ্রেস ভোটার দেখছেন?’