এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ আগস্ট : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হচ্ছেন বহু মানুষ । ইতিমধ্যে সেই সমস্ত বহু মানুষকে আইনি নোটিশ পাঠিয়ে কলকাতার লালবাজার থানায় ডেকে পাঠানো হয়েছে ৷ ডেকে পাঠানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়,বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । এমনকি চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকেও লালবাজার তলব করা হয়েছে । তাদের বিরুদ্ধে নিহত তরুনীর পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ তুলেছে কলকাতা পুলিশ । তবে রাজনৈতিক নেতা বা চিকিৎসকদের ক্ষেত্রে আইনি লড়াই লড়তে আর্থিক সমস্যার পড়তে না হলেও সাধারণ মানুষকে কলকাতা পুলিশের এই কর্মকাণ্ডের জন্য বিপাকে পড়তে হচ্ছে । তাই এবার ওই সমস্ত নেটাগরিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিজেপি । কলকাতা পুলিশের পক্ষ থেকে আইনি নোটিশ পাওয়া ব্যক্তিদের সম্পূর্ন বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে লিখেছেন,’বিভিন্ন মাধ্যম থেকে আমি খবর পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আর জি কর হাসপাতালের ডাক্তার বোনটির উপর পাশবিক অত্যাচার এবং তাকে নৃশংস ভাবে খুনের প্রতিবাদে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের সমালোচনা মূলক পোস্ট করার জন্য রাজ্যে এবং রাজ্যের বাইরের বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৪ এর ১৬৮ নং ধারায় নোটিশ দেওয়া হচ্ছে, পোস্ট মুছে দিতে জোর করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।’
তিনি লিখেছেন,’আমি বিশ্বাস করি গনতন্ত্রে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে, আমাদের দেশের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। শুধু মাত্র প্রতিবাদ ও সমালোচনা করার উদ্দেশ্যে আপনাদের মতামত গণমাধ্যমে পোষ্ট করার জন্য আপনাদের যদি পুলিশের হয়রানির শিকার হতে হয় (আপনার প্রতিবাদের ভাষা যদি অশ্লীল না হয়) তাহলে আমি আপনাদের সম্পূর্ন বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত।’
কলকাতা পুলিশের নোটিশ পাওয়া ব্যক্তিদের নাম ও ঠিকানা নথিভুক্ত করার জন্য একটা ইমেল আইডিও দিয়েছেন শুভেন্দু অধিকারী । এই বিষয়ে তিনি নেটিজেনদের আহ্বান জানিয়ে লিখেছেন,’আপনাদের নাম এবং যোগাযোগের বিশদ বিবরণ সহ পুলিশের পাঠানো নোটিশটি দয়া করে আমার ইমেল আইডিতে পাঠান:-[email protected]. আপনাদের আইনি সহায়তার জন্য আমার আইনজীবী আপনাদের সাথে শীঘ্রই যোগাযোগ করে নেবেন।’।