এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১৯ আগস্ট : গ্রামের একপাশে ভূমি সংস্কার দপ্তরের অফিস । সপ্তাহান্তের দুই ছুটির দিনে সন্ধ্যা হতেই অফিস চত্বরের হাইমাস্ট আলো বন্ধ হয়ে যাচ্ছল । অফিসের অদূরে বসবাসকারী বাসিন্দারা প্রথম প্রথম হাইমাস্ট আলো বন্ধ হওয়ার কারন খুঁজে পাচ্ছিলেন না । বয়স্ক ব্যক্তিরা বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও এলাকার কৌতুহলী ছেলেছোকড়ার দল রহস্য উন্মোচনের জন্য তক্কে তক্কে ছিল । অবশেষে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ভূমি সংস্কার দপ্তরের অফিসে প্রতি শনি ও রবিবার হাইমাস্ট আলো বন্ধ হয়ে যাওয়ার রহস্য উদঘাটন করে ফেলল গতকাল রবিবার (১৮ আগস্ট ২০২৪) সন্ধ্যায় । তারা দলবেঁধে অফিসে হানা দিয়ে দেখে অফিস ঘরের মধ্যে চলছে দেদার মদ্যপান আর যৌনতা । এদিকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের মাঝেই এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
স্থানীয় সূত্রে খবর,প্রতি সপ্তাহের মতই গতকাল যথারীতি রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনের হাইমাস্ট আলো বন্ধ হয়ে যায় । তার আগে থেকে গোপনে অফিসের উপর নজর রাখছিলেন কয়েকজন যুবক । হঠাৎ তাদের নজরে পড়ে অন্ধকারের মধ্যে এক যুবক ও এক যুবতী অফিসের ভিতরে যাচ্ছে । ওই যুবকের দল গুটিগুটি পায়ে তাদের পিছু নেয় । কিন্তু অফিস চত্বরের হাইমাস্ট আলো বন্ধ থাকলেও ঘরের আলো জ্বলছিল । নিরাপদ দুরত্ব থেকে তারা সেই ঘরে নজর রাখে । তারা দেখে যে অফিসের দুই নাইট গার্ড বিশু মণ্ডল (৩৮), বাবুল মণ্ডল (২৫) এবং তাদের সাথে থাকা তরুনী প্রথমে মদ্যপান করে । তারপর তারা উদ্যাম যৌনতায় রত হয় । কৌতুহলী ছেলেছোকড়ার দল এরপর ছুটে গিয়ে ওই তিনজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে । পাশাপাশি তারা চিৎকার করে আরও লোকজন ডাকে ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী । পুলিশ গ্রামবাসীদের হাত থেকে মধুচক্রের তিন যুবক-যুবতীকে উদ্ধার করতে গেলে শুরু হয় পুলিশ-জনতার মধ্যে তুমুল বাকবিতন্ডা । শেষ পর্যন্ত অভিযুক্ত ৩ জনকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । দুই নাইট গার্ডে দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা বলে জানা গেলেও যুবতীর নাম এখনও জানা যায়নি ।।