এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ আগস্ট : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের একজন শিক্ষানবিশ তরুনী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার স্বতঃপ্রণোদিত বিচার করেছে সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলার শুনানি করবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি রবিবার এই বিষয়ে সাংবাদিকদের বলেছেন,’এটা গনতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ ।’
রিপোর্ট অনুসারে ,২০ আগস্ট শুনানির জন্য নির্ধারিত মামলার তালিকায় এই মামলাটি রয়েছে ৬৬ নম্বরে। তবে এতে বিশেষ উল্লেখ রয়েছে যে বেঞ্চ অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার শুনানি করবে। প্রতিবেদন অনুসারে,১৭ আগস্ট, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। পিটিশনে, ৯ আগস্ট কলকাতায় একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ তরুনী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। আর্মি কলেজ অফ ডেন্টাল সায়েন্সেস, সেকেন্দ্রাবাদের বিডিএস ডঃ মনিকা সিং-এর পক্ষে এই আবেদনটি দায়ের করা হয়েছিল৷ তাঁর আইনজীবী সত্যম সিং সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছিলেন যে ১৪ অগাস্ট অসামাজিকদের দ্বারা আরজি কর মেডিকেল কলেজে হামলার সুষ্ঠু তদন্ত যেন নিশ্চিত করা হয় ।
এই মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় আরজি কর মেডিকেল কলেজ এবং এর কর্মচারীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আদেশ দেওয়ার জন্যও আদালতকে অনুরোধ করা হয়েছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার হামলা এবং অপরাধের দৃশ্যে বর্বরতা বন্ধে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ জরুরি বলে জানানো হয়েছে।।