এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুলাই : সহায়কমূল্যে ধান কেনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ৬ টি সমবায় সমিতির বিরুদ্ধে । ওই সমবায়গুলির মধ্যে ৪ টি রয়েছে কাটোয়া মহকুমা এলাকার ও বাকি দুটি কালনা মহকুমায় । সরকারি নির্দেশ অমান্য করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান না কিনে চালকল কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে ধান কেনার অভিযোগ উঠেছে ওই ৬ সমবায় সমিতির বিরুদ্ধে ৷ খুব শীঘ্রই ওই সমবায় সমিতিগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে চলেছে বলে প্রশাসন সূত্রে খবর । ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
চাষের জন্য সাধারনত সমবায় সমিতিগুলি থেকেই ঋণ নিয়ে থাকেন এলাকার কৃষকরা । তাই কৃষকদের কাছ থেকে সমিতি ধান কিনলে একদিকে যেমন কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবেন তেমনি কৃষকদের থেকে ঋণের টাকাও কেটে নেওয়ার সুযোগ পাবে সমবায়গুলি । তাই উভয়ের স্বার্থের কথা ভেবে সমবায় সমিতিগুলির মাধ্যমে সহায়ক মূল্যে ধান কিনতে নির্দেশ দিয়েছে প্রশাসন । পূর্ব বর্ধমান ২ রেঞ্জে মোট ৭২ টি সমবায় সমিতির মাধ্যমে ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে বলে দফতর সূত্রে জানা গেছে । তার মধ্যে রয়েছে কাটোয়া ও কালনা মহকুমা এলাকার সমবায় সমিতিগুলি ।
জানা গেছে,বাকি সব সমিতি থেকে ঠিকঠাক ধান কেনা হলেও অনিয়মের অভিযোগ উঠছে কাটোয়া মহকুমা এলাকার সুদপুর সমবায় সমিতি, শ্রীখন্ড সমবায় সমিতি,কোশিগ্রামের ন’নগর সমবায় সমিতি ও কেতুগ্রামের ঝামাটপুর সমবায় সমিতির বিরুদ্ধে । অন্যদিকে কালনা মহকুমা এলাকার দুটি সমবায় সমিতিও একই অভিযোগে অভিযুক্ত ।
অভিযোগ প্রসঙ্গে সমবায় দফতরের পূর্ব বর্ধমান রেঞ্জ ২-এর সহ নিয়ামক বিমলকৃষ্ণ মজুমদার বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে ওই সমবায় সমিতিগুলি কৃষকদের থেকে সরাসরি ধান কেনেনি । চালকল কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়া করে ভুয়ো হিসাব দেখিয়েছে । প্রমান পাওয়ার পরেই ওই ৬ সমবায় সমিতিকে শোকজ করা হয়েছে । আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছি । নির্দেশ পেলেই সমবায়গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।’।