এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুনীর ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের পর প্রবল চাপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কলকাতা পুলিশ ৷ এই হত্যাকাণ্ডের ঘটনার তথ্য প্রমান লোপাট ও আসল অপরাধীদের আড়াল করার অভিযোগ তুলে মমতা ব্যানার্জি ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি বারবার উঠছে বিভিন্ন মহল থেকে ৷ শুধু বিজেপি বা সিপিএমই নয়, তৃণমূলের অন্দরেও বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়েছেন বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় । তাঁকে সমর্থন করেছে বিজেপিও । আজ রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা শ্লোগান নজর কেড়েছে নেটাগরিকদের । ডার্বি ম্যাচ বাতিল করে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকদের বিক্ষোভ প্রদর্শনের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেন্দু লিখেছেন, ‘প্রতিবাদের ডার্বি করে বাতিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলে হাসিল ? উঠিয়েছো লাঠি এবার যবে, দেখবে কেমন খেলা হবে ! ইলিশ-চিংড়ি বেঁধেছে জোট, মমতা পুলিশ এবার ফোট…।’
আরজি কর কান্ডের দোষীদের গ্রেফতার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি ও সিপিএম রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন শুরু করেছে । এদিকে ইউপির অখিলেশ যাদব ছাড়া আরজি কর ইস্যুতে জাতীয় রাজনীতিতে কার্যত একঘরে হয়ে গেছেন মমতা ব্যানার্জি । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলছেন বহু সেলিব্রিটিরাও । সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তিলোত্তমার’ অপরাধীদের মৃত্যুদণ্ড ও মমতা ব্যানার্জির পদত্যাগের লাগাতার দাবি তোলা হচ্ছে । সেই সাথে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করার জোরালো দাবি উঠছে । বর্তমানে হ্যাশট্যাগ ‘প্রেসিডেন্ট রুলস ইন বেঙ্গল‘ ট্রেন্ড চলছে । আরজি কর কান্ডের অপরাধীদের ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে পালটা সভা করেও নিজেদের পালে হাওয়া কিছুতেই টানতে পারছে না তৃণমূল কংগ্রেস ।
আজ পূর্ব বর্ধমানের ভাতার বাজারে তৃণমূল কংগ্রেস একটা সভা করে । যেখানে জনৈক এক তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, ‘নারীদের সম্মান করা আমাদের শেখাতে হবে না‘৷ বিকেল পর্যন্ত তৃণমূলের সেই সভা চলে । আর তৃণমূলের সভা শেষ হতেই মিছিল করে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই । সেই মিছিলে চোখা চোখা শ্লোগান তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয় । মিছিলে সিপিএম শ্লোগান তোলে ‘নাটকবাজি বন্ধ করে বিচার করো, আরজি করের মাথা ধরো‘, ‘দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ‘ প্রভৃতি । আজকের সিপিএমের এই মিছিল বাজার পরিক্রমা করার পর ভাতার থানার সামনে অবস্থান বিক্ষোভের পর শেষ হয় ।।