এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১৭ আগস্ট : শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় এক কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণের ঘটনায় এক কিশোরীকে গনধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি ও রাজ্যে নারীদের সুরক্ষার দাবিতে সরব হল বামপন্থী ও বিজেপি । আজ এই দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি । অন্যদিকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওই কিশোরীকে ফোন করে ডাকে তার এক পূর্ব পরিচিত দুই যুবক । এরপর তারা মেয়েটিকে কাওয়াখালি এলাকায় একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় । সেখানে ৭ জন মিলে তার উপর উপর্যুপরি পাশবিক অত্যাচার চালায় । পরের দিন ভোরে একটা পরিত্যক্ত গোডাউনের পাশের মাঠ থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিরার পরিবার । সেই অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ তিন কিশোরসহ চারজনকে গ্রেফতার করে ।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পরিবারটিকে ন্যায়বিচার ও সবরকমভাবে সহযোগিতার আশ্বাস দেন । শঙ্কর ঘোষ বলেন,কন্যাশ্রী পাওয়া কন্যাদের এ রাজ্যে কোন নিরাপত্তা নেই । লোকেরা বলছে রাজ্যের মেয়েদের উপর নির্যাতন হলে উপভোগ করেন বর্তমান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । যে কারণে কোন অপরাধি শাস্তি পায় না ।’।