এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৭ আগস্ট :
ফিলিস্তিনিদের দেখা মাত্র গুলি চালানোর জন্য ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি ইসরায়েলিদের সুরক্ষার কথা বলে ওয়েস্ট ব্যাঙ্কে বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘আমি আজ বিকেলে সেনাপ্রধানকে বলেছি পাথর নিক্ষেপকারী, ঝামেলা সৃষ্টিকারী প্রতিটি ফিলিস্তিনিকে সরাসরি গুলি করতে। কিন্তু সৈন্যরা তা করতে ব্যর্থ হয়েছে।’
গত বৃহস্পতিবার ওয়েস্ট ব্যাঙ্কে জিট গ্রামে কয়েক ডজন সশস্ত্র ইসরায়েলি উগ্র ইসলামিপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর বেন গভির এই বক্তব্য দেন। ওই ঘটনায় রশিদ সেদ্দা নামের ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করা হয় এবং বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
বেন গভির এই ঘটনার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘সেনাবাহিনী যদি জিট গ্রামের ফিলিস্তিনিদের ওপর কঠোর হাতে দমন করত, তাহলে এই সহিংসতার সৃষ্টি হতো না।’
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জিট গ্রামের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছেন।দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নাশকতার পর থেকে ওয়েস্ট ব্যাঙ্কে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিদের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এ পর্যন্ত ৬২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ১ হাজার ২৮৫ জনেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে ।।