এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ আগস্ট : ওভারলোডিং বালি বোঝাই ডাম্পার ধরতে পিছু ধাওয়া করছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া আঞ্চলিক পরিবহন বিভাগের (এমভিআই) দুই আধিকারিক মহেশ্বর সোরেন এবং দেবাশীষ কুণ্ডু । সেই সময় তারা পার্শ্ববর্তী পূর্বস্থলী থানার বড়ডাঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত চলে যান । বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকানদার বড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা একরামূল শেখের অভিযোগ যে ওই দুই আধিকারিক মিলে তাকে ধরে অকারণ বেদম মারধর করে । অন্যদিকে কাটোয়া আঞ্চলিক পরিবহন আধিকারিক অরুনাভ শর্মার বলেছেন,’উনি মিথ্যা অভিযোগ করছেন । আমাদের আধিকারিকরা ওভারলোডিং গাড়ি ধরতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। আমাদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে ।’ ওভারলোডিং গাড়ি পার করিয়ে দেওয়ার জন্য যারা দালালির কাজ করে তারাই আধিকারিকদের উপর হামলা চালিয়ে সরকারি গাড়ি ভাঙচুর করে বলে তার দাবি । এদিকে পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেছেন একরামূল শেখ । পালটা কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছে এমভিআই কর্তৃপক্ষ । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে,ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে। কাটোয়া আঞ্চলিক পরিবহন বিভাগের দুই আধিকারিক ওভারলোডিং গাড়ি ধরতে রুটিন চেকিংয়ে বেরিয়েছিলেন ।তাঁরা সরকারি গাড়িতে চড়ে কাটোয়ার এসটিকেকে রোডে চেকিং চালাচ্ছিলেন। সেই সময় তারা দেখতে পান যে একটি বালিবোঝাই ওভারলোডিং ডাম্পার দ্রুতগতিতে পাঁচঘরার দিক থেকে পূর্বস্থলী মুখে যাচ্ছে। তারা ডাম্পারটিকে দাঁড় করানোর চেষ্টা করলে সেটা দ্রুতগতিতে পালিয়ে যায় । এরপর দুই আধিকারিক গাড়িতে চড়ে ওই ডাম্পারের পিছু ধাওয়া করেন । কিন্তু কাটোয়া থানার সীমানা পেড়িয়ে পূর্বস্থলীর বড়ডাঙ্গার কাছ পর্যন্ত চলে যান তারা । সেই সময় তারা একরামূল শেখের জামার কলার ধরে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ ওই চা বিক্রেতার । তার দাবি, তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং দুই আধিকারিক তখন গাড়ি নিয়ে পালিয়ে যান । যদিও এমভিআই আধিকারিকদের দাবি,চায়ের দোকানদার সহ গ্রামবাসীরাই তাদের উপর হামলা চালিয়ে গাড়ির উইন্ড স্ক্রীনের কাঁচ ভেঙে দেয় । এই ঘটনায় বুধবার দু’পক্ষই নিজের নিজের এলাকার থানায় অভিযোগ দায়ের করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।